পুনঃবীমা প্রতিষ্ঠান গঠন করছে ইন্দোনেশিয়া

নতুন চমক আসছে ইন্দোনেশিয়ার বীমা খাতে। এ খাতে আরো অগ্রগতির জন্য গঠন করা হচ্ছে ন্যাশনাল রিইন্স্যুরার বা জাতীয় পুনঃবীমা প্রতিষ্ঠান। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো ‘ইন্দোনেশিয়া রি’ নামে পরিচিত ‘জাম্বো ক্যাপাসিটি রিইন্স্যুরার পিটি রিসুরানসি ইন্দোনেশিয়া উতামা’ গঠনের অনুমোদন দিয়েছেন। দেশটির ফিনান্সিয়াল সার্ভিস অথোরিটি (ওজেকে) এ তথ্য জানিয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম টেম্পো জানায়, গত ৭ অক্টোবর ইন্দোনেশিয়া রি প্রতিষ্ঠার বিষয়ে প্রেসিডেন্সিয়াল রেগুলেশনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট উইডোডো। ইন্দোনেশিয়া রি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হলো বড় আকারে জাতীয় পুনঃবীমা কোম্পানি গঠন করা। এর মাধ্যমে পুনঃবীমা প্রিমিয়াম বাবদ যে প্রচুর অর্থ বিদেশে চলে যাচ্ছে তা ধরে রাখা যাবে। একই সঙ্গে বীমা খাতে বিদেশ নির্ভরতা কমাতে এ প্রতিষ্ঠান সহায়তা করবে। রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান পিটি এসেই রিসুরেনসি ইন্দোনেশিয়ার (পারসেরো) এবং পিটি রিসুরেনসি উমাম ইন্দোনেশিয়াকে একীভূত করে নতুন এ প্রতিষ্ঠান গঠন করা হবে। ইন্দোনেশিয়ার রিইন্স্যুরেন্স খাতের অগ্রগতির জন্য ফিনান্সিয়াল সার্ভিস অথোরিটি এরই মধ্যে এ বিষয়ে নতুন বিধি তৈরির কাজ শেষ করেছে। উল্লেখ্য, পুনঃবীমার মাধ্যমে একটি বীমা পুলিসির ঝুঁকি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে অবস্থিত কোম্পানিগুলোর মধ্যে ছড়িয়ে দেয়া হয়। অর্থাৎ বীমা পলিসি গ্রাহকের ঝুঁকির কিছুটা বীমাকারীর সামর্থ অনুযায়ী গ্রহণ করে বাকিটা বিদেশি পুনঃবীমাকারীর কাছে পুনরায় বীমা করা। ফলে  পুনঃবীমা প্রিমিয়াম বাবদ প্রচুর অর্থ বিদেশি কোম্পানির হাতে চলে যায়। এটা যেকোন দেশের জন্যই ভালো হতে পারে না।