রাজস্থানে চালু হচ্ছে ‘স্বাস্থ্য বীমা যোজনা’

দেশের দারিদ্র পীড়িত জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভারত সরকার। নিত্য-নতুন প্রকল্প হাতে নিয়ে জনগণের দ্বোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে দেশটির রাজস্থানে সুবিধাবঞ্চিত জনগণের জন্য ক্যাশলেস মেডিকেল সুবিধা প্রকল্প ‘স্বাস্থ্য বীমা যোজনা’ চালু করছে সরকার। আগামী ১৩ ডিসেম্বর জয়পুরে উচ্চাভিলাষী এ প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। এর আগে ২৬ অক্টোবর পূর্ব প্রস্তুতিমূলকভাবে এ স্বাস্থ্যসেবা প্রকল্পের কার্যক্রম শুরু করার কথা রয়েছে। পরে মেডিকেল অ্যান্ড হেলথ ডিপার্টমেন্ট জয়পুর প্রকল্পের সার্বিক দিক পর্যালোচনা করে অনুমোদন দেবে বলেও জানিয়েছেন রাজে। উচ্চাভিলাষী এই প্রকল্পের অধীন প্রতিটি পরিবারকে সর্বোচ্চ ৩ লাখ রুপি পর্যন্ত বীমা সুবিধা দেয়া হবে। আধার কার্ড অথবা রেশন কার্ডের ভিত্তিতে এই প্রকল্পের সুবিধাভোগীদের নির্বাচন করা হবে। বসুন্ধরা রাজে এই প্রকল্পকে একটি মিশন হিসেবে গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। একই সঙ্গে রাজ্যের প্রতিটি কোনায় এ প্রকল্পকে জনপ্রিয় করে তোলারও আহবান জানিয়েছেন রাজে। মেডিকেল অ্যান্ড হেলথ মন্ত্রী আর এস রাঠোর একটি অনুষ্ঠানে বলেছেন, জনগণের জন্য ‘স্বাস্থ্য বীমা যোজনা’ হবে ক্যাশলেস মেডিকেল সুবিধা। মেডিকেল ইন্স্যুরেন্সের বিধান অনুসারে প্রতিটি পরিবার মৌসুমি রোগের জন্য ৩০ হাজার রুপি এবং গুরুতর রোগের জন্য ৩ লাখ রুপি পর্যন্ত সুবিধা পাবে। এক কোটি পরিবারের স্বাস্থ্য বীমার জন্য রাজ্য সরকার প্রতিবছর ৩০০ কোটি রুপি ব্যয় করবে বলেও জানান মেডিকেল অ্যান্ড হেলথ মন্ত্রী আর এস রাঠোর। উল্লেখ্য, ভারতে ‘রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা’ (Rashtriya Swasthya Bima Yojana) নামে একটি প্রকল্প চালু আছে। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কেন্দ্রীয় শ্রমিক ও নিয়োগ মন্ত্রকের একটি প্রকল্প। দারিদ্র্য সীমার নীচের (বিপিএল) পরিবারদের জন্য করা স্মার্ট কার্ড ভিত্তিক অর্থ বিনা স্বাস্থ্য বীমা প্রকল্প। বর্তমানে দারিদ্র্য সীমার উপরেও এই প্রকল্পটি প্রসারিত। আরএসবিওয়াই বা রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার অধীনে সুবিধাপ্রাপকরা- হাসপাতালে ভর্তি হতে হয় এমন রোগের জন্য বাৎসরিক ৩০ হাজার টাকা পর্যন্ত সুবিধা পায়। পরিবারের ৫ জন পর্যন্ত এই ব্যবস্থার সুবিধা পাবে, যার মধ্যে গৃহকর্তা ও তার স্ত্রী এবং ৩ জন পর্যন্ত নির্ভরশীল ব্যক্তি এর আয়োতায় থাকতে পারে।