দ্রুত সমৃদ্ধি অর্জন করছে ফিলিপাইনের সম্পত্তি বীমার বাজার। ২০১০ সাল থেকে ২০১৪ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে সম্পত্তি বীমার চাহিদা বেড়েছে ১৬.৩%। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ফিনাকর্ড পরিচালিত এক জরিপে এই চিত্র উঠে এসেছে।
এদিকে ওই জরিপে শীর্ষস্থান দখল করেছে ফুটবল জগতে সাড়া জাগানো দেশ আর্জেন্টিনা। আলোচ্য সময়ে দেশটিতে সম্পত্তি বীমা বাজারের অগ্রগতি ২৯.৬%। আর এর পরের অবস্থানেই রয়েছে দুই মহাদেশের দেশ তুর্কি। ২০১৪ সালের আগ পর্যন্ত গত ৫ বছরে দেশটির সম্পত্তি বীমা বাজারের সমৃদ্ধির হার ১৭.৮%।
ফিনাকর্ড আরো জানিয়েছে, মূল্যস্ফীতি বিবেচনায় একই সময়ে দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত বাজারের তালিকায় ছিল ফিলিপাইন, থাইল্যান্ড ও চীন। যাদের বৃদ্ধির হার যথাক্রমে ১৩.১%, ১১.৩% এবং ১১.১%।
২০১৪ সালের শেষ নাগাদ বিশ্ব সম্পত্তি বীমা বাজারের গ্রস রিটেন প্রিমিয়াম ৩৬০.৫ বিলিয়নে পৌঁছায়। যেখানে বিশ্বের বৃহৎ সম্পত্তি বীমা বাজারের তালিকায় ছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানি।
যুক্তরাষ্ট্রের গ্রস রিটেন প্রিমিয়াম ১৫০ মার্কিন ডলার ছিল বলে জানানো হয়েছে। অন্যদিকে ফ্রান্স ও জার্মানি তাদের গ্রস প্রিমিয়ামের পরিমাণ উল্লেখ করেছে যথাক্রমে ২২.৬ বিলিয়ন ও ২২.২ বিলিয়ন মার্কিন ডলার।
২০১৪ সালে বিশ্বব্যাপী ব্যক্তিগত সম্পত্তি বীমা প্রিমিয়ামের মূল্যমান ছিল ১৯৫.৮ বিলিয়ন মার্কিন ডলার। যা বিশ্বের সম্পত্তি বীমা বাজারের ৫৪%। আর বাণিজ্যিক সম্পত্তি বীমা প্রিমিয়ামের পরিমাণ ৪৬% বলে প্রতিবেদন প্রকাশ করেছে ফিনাকর্ড।
আগামী ২০১৮ সাল নাগাদ বিশ্বের সম্পত্তি বীমা বাজার প্রায় ৪২১.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ফিনাকর্ড।