জীবন বীমা এজেন্টদের প্রশিক্ষণ দিতে বিআইপিডিএলের স্বীকৃতি

জীবন বীমা এজেন্টদের প্রশিক্ষণের জন্য নতুন আরো একটি ট্রেনিং ইনিস্টিটিউটকে স্বীকৃতি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । সোমবার আইডিআরএ’র জনসংযোগ কর্মকর্তা তানিয়া আফরিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মাঠ পর্যায়ে কর্মরত জীবন বীমা এজেন্টদের প্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে বাংলাদেশ ইনিস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেডকে (বিআইপিডিএল) স্বীকৃতি দিয়েছে আইডিআরএ। গত ৭ অক্টোবর স্বীকৃতি দেয়া ওই প্রতিষ্ঠানের ঠিকানা হলো- পিএফআই টাওয়ার, ৫৬-৫৭, দিলকুশা, বা/এ, ঢাকা-১০০০। আইডিআরএ-এর ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিটি কর্ম ক্ষেত্রেই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আজ সর্বজন স্বীকৃত। মানসম্পন্ন প্রশিক্ষণ কেন্দ্র বীমা শিল্পকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সাহায্য করবে। কেননা প্রশিক্ষিত ও দক্ষ জনবলই পারবে বীমা শিল্পকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে। এ লক্ষ্যে আইডিআরএ কর্তৃক জারিকৃত সার্কুলারের মাধ্যমে বীমা এজেন্টদের ১ ফেব্রুয়ারি থেকে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়। প্রশিক্ষণ সার্টিফিকেটসহ বীমা এজেন্টদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ থেকে তাদের নতুন লাইসেন্স দেয়া হয় বা লাইসেন্স নবায়ন করা হয়। উল্লেখ্য, উপরোক্ত নতুন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যতীত ইতোমধ্যে বীমা এজেন্টদেরকে প্রশিক্ষণ দেয়ার জন্য একাডেমি অব লার্নিং লিমিডেট এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ)-কে কর্তৃপক্ষ স্বীকৃতি প্রদান করেছে এবং তারা প্রশিক্ষণ প্রদান করছেন।