প্রথমবারের মতো তিনটি বিদেশি কোম্পানিকে দায়বীমা ব্যবসার অনুমতি দিয়েছে মিয়ানমার ইন্স্যুরেন্স বিজনেস সুপারভিশন কমিটি। তবে শুধুমাত্র দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) থিলাওয়াতে তারা বীমা পণ্য প্রস্তাব করতে পারেবে। নিউজ ওয়েবসাইট ইলেভেন মায়ানমার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অনুমতিপ্রাপ্ত কোম্পানি তিনটি হলো- সম্পো জাপান নিপ্পনকোয়া ইন্স্যুরেন্স, মিতসুই সুমিতমো ইন্স্যুরেন্স এবং টোকিও মেরিন অ্যান্ড নিচিডো ফায়ার ইন্স্যুরেন্স। এই কোম্পানিগুলো আগে থেকেই মিয়ানমারে বীমা ব্যবসা করে আসছিল।
তবে এখন পর্যন্ত তাদের শুধুমাত্র লাইফ বীমা, অগ্নিবীমা ও সব ধরনের যানবাহনের বীমা ব্যবসার অনুমতি ছিল। এর আগ পর্যন্ত মিয়ানমারে কোন বিদেশি কোম্পানিকে দায়িবীমা প্রস্তাবের অনুমতি দেয়া হয়নি।
সম্পো জাপান নিপ্পনকোয়া ইন্স্যুরেন্সের একজন কর্মকর্তা বলেন, দায় বীমা বলতে বোঝায়- বীমাকারক একজন বীমা ক্রেতার দ্বারা ক্ষয়ক্ষতির দায়িত্ব নেবে। অর্থাৎ বীমা কোম্পানি দায় গ্রহণ করবে। সাধারণ বীমার একটি অংশ হলো দায়বীমা।
দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমারে একটি অফিস খোলার জন্য বিদেশি বীমা কোম্পানিকে অবশ্যই ৩ বছর মেয়াদী থাকতে হবে এবং তাদের অন্তত ৩০ বছরের অভিজ্ঞতার প্রয়োজন।
এছাড়াও এসইজেড-এ কার্যক্রম পরিচালনা করতে নূন্যতম বিনিয়োগ ৩ বিলিয়ন মার্কিন ডলার হতে হবে। কোম্পানিগুলোকে লাইসেন্স ফি বাবদ ৩০ হাজার মার্কিন ডলার এবং বার্ষিক চার্জ দিতে হবে ১০ হাজার মার্কিন ডলার।
মিয়ানমার ইনভেস্টমেন্ট কমিশন আরো ৩০টিরও বেশি বিদেশি বিনিয়োগকারিকে থিলাওয়াতে ব্যবসা পরিচালনার অনুমতি দিয়েছে, যাদের মোট বিনিয়োগ ৪০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।