পুনর্গঠিত হচ্ছে মালয়েশিয়ার মোটর ও অগ্নিবীমা

প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মালয়েশিয়ার মোটর ও অগ্নিবীমা খাত পুনর্গঠন করা হচ্ছে। মার্কেট-ড্রিভেন প্রাইসিং বা বাজারের প্রবণতা ও গ্রাহদের চাহিদার ভিত্তিতে মূল্য নির্ধারণের মাধ্যমে এ পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংক নেগারা মালয়েশিয়ার (বিএনএম) ডেপুটি গভর্নর মোহাম্মদ ইব্রাহিম। পঞ্চম মালয়েশিয়া বীমা সম্মেলনে তিনি বলেন, নন-লাইফ বীমা বা সাধারণ বীমা জগতে মোটর ও অগ্নিবীমার জন্য আরো বেশি মার্কেট-ড্রিভেন প্রাইসিং গঠন করা হবে। এই পুনর্গঠন বীমা পণ্যের উন্নয়নের পথকে আরো সুগম করবে, যা মালয়েশিয়ার সাধারণ বীমা খাতে ব্যবসার দু’টি সবচেয়ে প্রভাবশালী ধারায় ভোক্তা এবং ব্যবসায়িক চাহিদার প্রতি আরো দ্রুত সাড়া দিতে পারে। সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে মোহাম্মদ ইব্রাহিম আরো বলেন, স্বল্পমেয়াদী উদ্দেশ্যে শিল্প কোন ঝুঁকি নিতে পারে না; ভোক্তাদের জন্য শক্তিশালী মূল্য প্রস্তাবসহ আরো বৈচিত্র্যময় এবং পরিপক্ক বাজারে কার্যক্রম পরিচালনার জন্য একটি শিল্পের দৃষ্টি অবশ্যই তার ভিত্তি তৈরির দিকে থাকবে। ডেপুটি গভর্নর বলেন, মালয়েশিয়ান মোটর ইন্স্যুরেন্স পুলের (এমএমআইপি) একটি নিজস্ব স্বকীয়তা তৈরি হয়েছে এবং এটি হচ্ছে মালয়েশিয়ার নবম বৃহৎ সাধারণ বীমা। তিনি আরো বলেন, এটা একনিষ্ঠ ছিল না। মোটর গাড়ি বীমার সর্বোচ্চ ঝুঁকি নিশ্চিত করতে কৌশল হিসেবে তার মূল ক্ষমতায় প্রত্যাবর্তন করা যাক। দীর্ঘকাল ধরে প্রচলিত দেশের মোটর বীমার বর্তমান বাজার বিকৃতি দূর করে এই পুনর্গঠন বেশ জটিল কাজ বলেও জানান বিএনএম ডেপুটি গভর্নর মোহাম্মদ ইব্রাহিম। তার মতে, মালয়েশিয়ার বীমা শিল্পে একটি প্রধান অগ্রগতি হলো- লাইফ ইন্সুরেন্স ও ফ্যামিলি তাকাফুল কাঠামো প্রবর্তন, যেটা দেশের বীমা শিল্পের প্রভাব বিস্তারের ক্ষমতার মাত্রা বৃদ্ধির ওপর কেন্দ্রিভূত। মোহাম্মদ ইব্রাহিম আরো বলেন, মাইক্রো ইন্স্যুরেন্স এবং মাইক্রো তাকাফুল জগতে এখনো লক্ষ্যে পৌঁছার প্রধান চাবিকাঠি নতুন পণ্য প্রবর্তন, যা সমাজের অপর্যাপ্ত সুবিধাপ্রাপ্ত অংশের কাছে পৌঁছানোকে আরো প্রসারিত করবে। বীমা শিল্পের বিরুদ্ধে সাধারণ অভিযোগ উল্লেখযোগ্য ভাবে হ্রাস অথবা সম্পূর্ণরূপে নির্মূল দেখতে চান তিনি।