দীর্ঘমেয়াদী স্বাস্থ্যবীমা চালুর পরিকল্পনা করছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটির বীমা শিল্পে এর প্রভাব বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ পরিকল্পনা হাতে নিয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরিঅ্যান্ড ডেভেলপমেন্টঅথরিটি অব ইনডিয়া (আইআরডিএআই) । বর্তমানে দেশটিতে স্বাস্থ্যবীমা নীতি প্রতিবছর নবায়ন করতে হয়। আবার কিছু ক্ষেত্রেদুই বছরের জন্যও নবায়ন করা হয়।
"আমরা আমাদের পরিসর আরো বাড়াতে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যবীমা পণ্য খুঁজছি। এ ধরণের স্বাস্থ্যবীমা নীতি ৩ থেকে ৫ বছর মেয়াদী হতে পারে। পাশাপাশি গ্রুপ বীমার জন্য দীর্ঘমেয়াদী পণ্য নিয়ে আসার একটি প্রস্তাবও রয়েছে।” আইআরডিএআই এর চেয়ারম্যান টিএস ভিজায়ানের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইসিআইসিআই লোম্বার্ড বীমা কোম্পানির দীর্ঘমেয়াদী টু-হুইলার বা দুই চাকার যানবাহনের বীমার এক লাখ নীতির মাইলফলক উপলক্ষে অনুষ্ঠানের এক ফাঁকে এসব কথা বলেন টিএস ভিজায়ান। আইসিআইসিআই লোম্বার্ড হচ্ছে ভারতের প্রথম সাধারণ বীমা কোম্পানি যারা দুই চাকার যানবাহন শিল্পের জন্য দীর্ঘমেয়াদী পণ্য চালু করেছে।
টিএস ভিজায়ান আরো জানান, আমরা এই প্রস্তাব পর্যালোচনার জন্য একটি কমিটি নিয়োগ করেছি। কোম্পানিগুলোর সহযোগিতার জন্য ওই কমিটিতে শিল্প বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে। খুব শিগগিরই ওই কমিটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যবীমার জন্য একটি প্রতিবেদন জমা দেবে।
পণ্যের মূল্য নির্ধার করারও একটি ব্যাপার আছে, যা এ নীতিকে আরো গতিময় করে তুলবে। মূলধন, ঋণপরিশোধ ক্ষমতা এবং দাবি প্রক্রিয়াসহ বিভিন্ন দৃষ্টিকোন থেকে কমিটি বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান ভিজায়ান।
এদিকে, চলতি বছরের জুলাই মাসে বাজারজাত শুরুর পর আইসিআইসিআই লোম্বার্ড ইন্স্যুরেন্স কোম্পানি তাদের দীর্ঘমেয়াদী পণ্যের এক লাখ পলিসি বিক্রি করেছে, যাতে টু-হুইলার মালিকদেরকে ২ থেকে ৩ বছরের বিকল্পের প্রস্তাব দেয়া হয়।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বারগাভা দাশগুপ্ত বলেন, অনলাইনে বিক্রি হওয়া টু-হুইলার বীমার প্রায় ৪০% দীর্ঘমেয়াদী পণ্য থেকে এসেছে এবং এ ধরণের সাড়া বা প্রতিক্রিয়া বীমা শিল্পে একটি নতুন প্রবণতা দাঁড় করিয়েছে। তিনি আরো বলেন, টু-হুইলার বীমা খাতে দীর্ঘমেয়াদী পণ্য ‘গেম চেঞ্জার’ হতে যাচ্ছে, যেখানে বীমা নবায়ন একটি প্রধান ইস্যু ছিল।