লাইফ বীমা কোম্পানিগুলোর দাবি অপরিশোধের বিষয়ে ইন্স্যুরেন্সনিউজবিডি’তে প্রকাশিত নিউজের বিষয়ে বক্তব্য দিয়েছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি:। কোম্পানিটি জানিয়েছে, “লাইফ বীমা কোম্পানিগুলোর ৮৬% দাবি অপরিশোধিত” শিরোনামের নিউজে ১০টি কোম্পানি আইডিআরএ- এর ছক মোতাবেক ত্রৈমাসিক দাবি পরিশোধের প্রতিবেদন জমা দেয়নি বলা হয়েছে।
সেই তালিকায় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি:এর নামও রয়েছে। কিন্তু আলোচ্য ত্রৈমাসিক প্রতিবেদন ২৭/০৪/২০১৫ তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করে প্রাপ্তি স্বীকার গ্রহণ করা হয়। একই সঙ্গে কোম্পানিটি আরো জানিয়েছে, ডিসেম্বর ২০১৪ পর্যন্ত অনিষ্পত্তি দাবির সংখ্যা ৬২৪টি, ত্রৈমাসিক (জানুয়ারি ২০১৫- মার্চ ২০১৫) পর্যন্ত উত্থাপিত দাবির সংখ্যা ১৭১টি এবং নিষ্পত্তিকৃত দাবির সংখ্যা ১১৫টি।
প্রতিবেদকের বক্তব্য হচ্ছে, উল্লেখিত সময়ে আইডিআরএ কোম্পানিগুলোর পেশকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এই নিউজ তৈরি করা হয়েছে। ওই প্রতিবেদনে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের কোন তথ্য পাওয়া যায়নি।