থাইল্যান্ডে বীমা খাতের অর্থ দিয়ে অবকাঠামো তহবিল গঠনের পরিকল্পনা

সরকারের মেগা প্রকল্পে অর্থায়ন করতে বীমা খাত থেকে অর্থ নিয়ে অবকাঠামো তহবিল গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে থাইল্যান্ডের অর্থমন্ত্রণালয়। এতে বীমা কোম্পানিগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগে আকৃষ্ট হবে। দেশটির অর্থমন্ত্রী এপিসাক ট্যান্টিভোরাওয়াং বলেছেন, এই অবকাঠামো তহবিল প্রত্যেকটি প্রকল্প অথবা মাত্র একটি অবকাঠামো তহবিলের জন্যও গঠন হতে পারে। থাইল্যান্ডের জাতীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। তহবিল গঠন কার্যক্রমের অংশ হিসেবে এরই মধ্যে প্রতিটি বিকল্পের সবগুলো দিক যেমন, তহবিলের ধরণ এবং আকার বিষদভাবে যাচাই করা হচ্ছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বীমা কোম্পানীগুলোর মধ্যে চাহিদা বেশি বলেও জানিয়েছেন এপিসাক। থাই লাইফ এসিউরেন্স এসোসিয়েশনের সভাপতি সারার লামসান বলেছেন, জীবন বীমা ব্যবসার বর্তমান মূল্য ২.২ ট্রিলিয়ন বাথ অথবা ৬১.৫ বিলিয়ন মার্কিন ডলার, যার প্রায় ১.৮ ট্রিলিয়ন বিনিয়োগ করা হয়েছে সম্পত্তিতে। আর এই ১.৮ ট্রিলিয়ন বাথের ৮০ শতাংশেরও বেশি বেটার বিজনেজ ব্যুরো রেটিং বা তার চেয়ে বেশি রেটে সরকারী বন্ড এবং ডিবেঞ্চারসহ ঋণপত্রে বিনিয়োগ করা হয়েছে।