হোমল্যান্ড লাইফের চেয়ারম্যান জুলহাস, ভাইস চেয়ারম্যান কামাল মিয়া নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস ও ভাইস চেয়ারম্যান মো. কামাল মিয়া নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির ৯১তম পর্ষদ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালকগণ ও প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদার এবং কোম্পানির সচিব মো. ওয়াহিদ মুরাদ, এফসিএ।
উল্লেখ্য যে,আগামী ২০১৫-১৬ সালের জন্য কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস দায়িত্ব পালন করবেন। অন্যদিকে আগামী দুই বছরের জন্য (২০১৫-১৬ ও ২০১৬-১৭) কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে মো. কামাল মিয়া দায়িত্ব পালন করবেন।