ডায়মন্ড লাইফ ও বাটারফ্লাই এর মধ্যে গ্রুপ জীবন বীমার চুক্তি স্বাক্ষর
ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মধ্যে গ্রুপ জীবন বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মতিঝিলের সিটি সেন্টারে বাটারফ্লাই মার্কেটিং এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ডায়মন্ড লাইফ ইনসিওরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এম.এ মান্নান চুক্তি পত্রে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারি গ্রুপ জীবন বীমা সুবিধা পাবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের পরিচালক মাহবুব উর রহমান সজিব, চীফ ফিনান্সিয়াল অফিসার মোস্তফা কামাল এসিএ, নির্বাহী পরিচালক মাহবুবুল হক সুফিয়ানি, হেড অফ এইচআর মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, এ্যাসিসটেনট ম্যানেজার নাজমুস সাহাদাৎ।
ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চীফ কনসালটেন্ট দাশ দেব প্রসাদ, ইভিপি এম. এ জহির, কোম্পানি সচিব মোহাম্মদ আলী মিয়া, ভিপি, এমএ মালেক প্রামানিক।