আইডিআরএ উদ্যোগে এমপ্লোয়্যার অব এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বীমা এজেন্ট নিয়োগকারীদের ঢাকা বিভাগের ‘প্রশিক্ষণ কর্মশালা-২০১৫’ অনুষ্ঠিত হয়। গত ২৬ ও ২৭ আগষ্ট কাওরান বাজারের টি.সি.বি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইডিআরএ-এর সদস্য জনাব মোঃ কুদ্দুস খান ও সভাপতিত্ব করেন আইডিআরএ-এর অপর সদস্য জনাব সুলতান-উল-আবেদীন মোল্লা। গত ২৭ আগষ্ট’২০১৫ইং তারিখ কর্মশালার শেষ দিনে জনাব সুলতান-উল-আবেদীন মোল্লা সভাপতির বক্তব্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০১০ ও বীমা আইন-২০১০ এর বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালার প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণকারিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।