বাসযাত্রীদের বীমার আওতায় আনার পরিকল্পনা করছে দিল্লি ভিত্তিক নতুন মোবাইল ওয়ালেট এবং ই-কমার্স কোম্পানি পেটিএম। দুর্ঘটনা, ভ্রমনে যেতে না পারা, টিকিট বাতিল এবং লাগেজ হারানোর বিষয়গুলো এ ধরণের বীমার ঝুঁকির পরিসীমায় থাকবে।
পেটিএম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শঙ্কর নাথ বলেন, “আমরা বাসযাত্রীদের জন্য বীমা চালুর বিষয়টি নিয়ে বীমা কোম্পানীগুলোর সঙ্গে কথা বলছি”। বীমা কিনতে বাসযাত্রীদের পছন্দের জন্য একটি অপশন দেয়া হবে। আর প্রিমিয়াম নেয়া হবে বাস ভাড়ার সঙ্গে।
পেটিএম এর প্লাটফর্মে প্রতিদিন গড়ে ৩০ হাজার টিকিট বুকিং দেয়া হয়। যার গড় মূল্য ৫০০ রুপি বা ৭.৬৪ ডলার। এ খাতে ভারতে প্রতিবছর ৪ থেকে ৫ বিলিয়ন রুপি মূল্যের ইন্সুরেন্স ব্যবসা হয়। যার বেশিরভাগই নিয়ে থাকে বিদেশ ভ্রমণকারীরা।
দেশটির সরকার যখন রেলওয়ের যাত্রীদের দুর্ঘটনা এবং লাগেজ হারানোর বিষয়ে বীমা চালুর জন্য কোম্পানীগুলোর সঙ্গে কথা বলছে, তখন বাস ভ্রমণকারীদের বীমার ধারণাটিও প্রকাশ্যে আসলো।
আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইন্সুরেন্সের অর্থায়নে প্রতিষ্ঠিত মোটর ইন্সুরেন্স এর প্রধান সঞ্জয় দত্ত ইকোনোমিক টাইমসকে বলেন, “এখানে যথেষ্ট শিক্ষা নেই এবং ঝুঁকির ধারণাও খুব কম।”