ইন্টারনেট শাখা খুলেছে চীনের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন
অনলাইন বীমা ব্যবসার চাহিদা ও গুরুত্ব বেড়ে যাওয়ায় ইন্টারনেট শাখা স্থাপন করেছে চীনের বীমাকারীদের সংগঠন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অফ চায়না (আইএসি)। অতিসম্প্রতি নতুন এ শাখা খোলা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইএসি’র এ ইন্টারনেট শাখা খোলার উদ্যোগে ইতোমধ্যে সদস্য হয়েছে ৬০টিরও বেশী কোম্পানি। প্রচলিত বীমা কোম্পানি ছাড়াও এ উদ্যোগে যুক্ত হয়েছে টেনসেন্ট’র মতো ইন্টারনেট জায়ান্ট, আলিবাবা গ্রুপের আর্থিক শাখা অ্যান্ট ফিনানসিয়াল সার্ভিসেস গ্রুপ’র মতো ইন্টারনেট ভিত্তিক অর্থনৈতিক সেবা দাতা প্রতিষ্ঠান এবং গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান।
সাম্প্রতিক কয়েক বছরে দেশটিতে অনলাইন বীমা ব্যবসা দ্রুত বেড়ে যাচ্ছে।এ বিষয়টাকে গুরুত্ব দিয়েই ইন্টারনেট বীমা শাখা প্রতিষ্ঠা করেছে আইএসি।চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন (সিআইআরসি)’র তথ্য মতে এ বছরের মে মাস থেকে দেশটির ৯১টি বীমা কোম্পানি ইন্টারনেট বীমা সেবা দিতে শুরু করেছে। গত বছরের শেষের দিকে ইন্টারনেট বীমা পরিচালনাকারী কোম্পানির সংখ্যা দাঁড়ায় ৮৫ তে। গত বছরেই ২৬টি কোম্পানি ই-ইন্স্যুরেন্সের মাঠে আত্মপ্রকাশ করে।
চীনের বীমা শিল্পে লাইফ এবং ননলাইফ মিলিয়ে সর্বমোট ১৩০ টি কোম্পানি বীমা ব্যবসা করছে।
গত বছর চীনের বীমা বাজারের মোট প্রিমিয়াম আয়ের ৪.২% অর্জন করে অনলাইন বীমা বাজার।এ বছরের প্রথম ৫ মাসে প্রিমিয়াম আয়ের এ হার বেড়ে দাঁড়ায় ৫.৭%। এ খাতের দ্রুত বৃদ্ধির কারণে গত মাসে ‘ইনটারিম মেজার ফর দ্য সুপারভিশন অফ ইন্টারনেট ইন্স্যুরেন্স বিজনেস’নামে বিধিমালা জারি করে সিআইআরসি।