সোমবার দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের লেনদেন বেড়েছে ৩.১৮ শতাংশ। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বীমা খাতের লেনদেন হয়েছে ৮ কোটি ৪৫ লাখ। রোববার লেনদেন হয়েছিল ৮ কোটি ১৯ লাখ টাকা। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের লেনদেন বেড়েছে ৩.১৮ শতাংশ। তবে বাজার মূলধনের বীমা খাতের অবদান অপরিবর্তীত রয়েছে। সোমবার বাজার মূলধনের বীমা খাতের অবদান ছিল ১.০৪ শতাংশ। একই সঙ্গে বীমা খাতের লেনদেন হওয়া ৪৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ১৪টির এবং দর অপরিবর্তীত ছিল ৮টি কোম্পানির শেয়ারের।
এর আগের রোববার বীমা খাতের লেনদেন বেড়েছিল ১ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবসের বীমা খাতের মোট লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৬ লাখ টাকা। রোববার লেনদেন হয়েছে ৮ কোটি ১৯ লাখ টাকা। শতাংশের হিসাবে বেড়েছে ২৮.৭৩ শতাংশ। এছাড়া বাজার মূলধনে বীমা খাতের অবদানও আগের কার্যদিবসের তুলনায় বেড়েছিল। রোববার বাজার মূলধনে বীমা খাতের অবদান ছিল ১.০৪ শতাংশ। আগের কার্যদিবসে বীমা খাতের অবদান ছিল ১.০৩ শতাংশ। অর্থাৎ একদিনের ব্যবধানে বাজার মূলধনের বীমা খাতের অবদান বেড়েছে ০.০১ শতাংশ।