জাল পলিসি বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের মিয়ামির এক বীমা এজেন্টকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট দপ্তর। গোয়েন্দাদের হিসেব মতে ম্যান্ডি রড্রিগজ নামের ৩৫ বছর বয়সী এ বীমা এজেন্ট গ্রাহকদের কাছে জাল পলিসি দলিল বিক্রি করে ৮০ হাজার মার্কিন ডলারেরও বেশি হাতিয়ে নিয়েছে।ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস’র ইন্স্যুরেন্স ফ্রড ডিভিশন গত সপ্তাহে এ তথ্য জানিয়েছে।
৬টি বড় ধরণের অপরাধের অভিযোগ আনা হয়েছে রড্রিগজ’র বিরুদ্ধে।এর মধ্যে বীমার তহবিল বেআইনিভাবে সরিয়ে নেয়ার ১ কাউন্ট মাত্রার, ১ কাউন্ট মাত্রার প্রতারণার ষড়যন্ত্র, ৫ কাউন্টের বীমা প্রতারণা,২৯ কাউন্টের বড় ধরণের চুরি, ৫ কাউন্টের জাল কাগজপত্র তৈরী এবং ৫ কাউন্ট মাত্রার জাল বীমা দলিল উপস্থাপনের অভিযোগ আনা হয়েছে রড্রিগজের বিরুদ্ধে।
রড্রিগজ রিকস ম্যানেজমেন্ট এজেন্সি গ্রুপ নামে এক বীমা এজেন্ট প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে।
ফ্লোরিডার চিফ ফিনান্সিয়াল অফিসারের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটিজেনস প্রোপার্টি ইন্স্যুরেন্স কোম্পানির বাণিজ্যিক অথবা আবাসিক গৃহমালিক বীমা পলিসি বিক্রি করে গ্রাহকদের কাছ থেকে চেক নেয় রড্রিগজ।কিন্তু এসব চেকের টাকা কোম্পানিতে জমা দিয়ে পলিসিগুলো নিশ্চিত না করে সব টাকা মেরে দেয়।
সিটিজেনস ইন্স্যুরেন্স নিরীক্ষা চালালে দেখতে পায় এসব পলিসির একটির কোন অস্তিত্ব নেই। সবগুলো করা হয়েছে জাল বীমা দলিল তৈরী করে। রড্রিগজ গ্রাহকদের কাছ থেকে চেক নিয়েছে তার নিজের প্রতিষ্ঠান রিকস ম্যানেজমেন্ট এজেন্মি গ্রুপের নামে।
গোয়েন্দারা জানিয়েছে, জাল বীমা দলিল তৈরী করে গ্রাহকদের বীমা করে সব টাকা নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে জমা করেছে বলে স্বীকার করেছে রড্রিগজ।
মিয়ামি-ডেইড স্টেট এটর্নি দপ্তর এ মামলা পরিচালনা করবে বলে জানা গেছে।