ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তে গত ৩ কার্যদিবস ধরে উর্ধ্বমূখী অবস্থা ধরে রেখেছে বীমাখাত। বেড়েছে লেনদেন ও বাজার মূলধনে বীমা খাতের অবদান।
বৃহস্পতিবার বীমা খাতের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ কোটি ১৫ লাখ টাকা। বুধবার বীমা খাতের মোট লেনদেন হয়েছিল ৬ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৭ কোটি ৩৭ লাখ টাকা। একদিনের ব্যবধানে বীমাখাতের লেনদেন বেড়েছে ১৮.৬২ শতাংশ।
একই সঙ্গে বাজার মূলধনের বীমাখাতের অবদান বেড়েছে ০.৩৩ শতাংশ। বুধবার লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধনে বীমা খাতের অবদান ছিল ১.২৯ শতাংশ। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১.৬২ শতাংশ।
বৃহস্পতিবার তালিকাভূক্ত ৪৬টি বীমা কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির। এরমধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের। শেয়ার প্রতি দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা। বৃহস্পতিবার কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৭৭.৫ টাকা। এবং সর্বনিম্ম দর ছিল ৭৫ টাকা।
দর বৃদ্ধি পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল ফনিক্স ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, গ্রীন ডেলটা, ইসলামী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স।
এছাড়া দর কমেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্ন্দান ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ ইন্স্যরেন্স, রূপালী ইন্স্যুরেন্সের।