প্রতারণা ঠেকাতে স্বাস্থ্যবীমায় পরিবর্তন আনতে যাচ্ছে ভারত

বীমাখাতে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ার লাগাম টেনে ধরতে বিধিবিধান কঠোর করে স্বাস্থ্যবীমার পণ্যকে সময়োপযোগী ও মান সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ভারতের বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ(আইআরডিএআই)।গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আইআরডিএ’র সদ্য যোগদানকারী সদস্য (ফাইন্যান্স) বিজয়লক্ষ্মী আয়ার।সম্প্রতি বার্ধক্যজনিত কারণে ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারপারসন পদ থেকে অবসর নেন তিনি। এরপর যোগদেন আইআরডিএ’র সদস্য হিসেবে। তিনি বলেন, আইআরডিএ’র বিশ্বাস স্বাস্থ্যবীমার চাহিদা যেমন খুব দ্রুত বাড়ছে, তেমন ভাবেই বাড়ছে প্রতারণামূলক কর্মকাণ্ড। ২০১৫ অর্থ বছরে ২০,৪৪২ কোটি রুপি প্রিমিয়াম আয় করেছে ভারতের স্বাস্থ্য বীমা শিল্প।ভারতে স্বাস্থ্য বীমার কেনার হার দ্রুত বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বীমা প্রতরাণার হার, ধারণা দেশটির বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের । আয়ার বলেন, যেসব সেবা স্বাস্থ্য বীমার অংশ তার সবগুলোর জন্য সময়োপযোগী মানসম্পন্ন আদর্শ প্রবিধানমালা চালু করতে সকল ল্যাবরটোরি, ডায়াগনিস্টিক সেন্টার এবং হাসপাতালের সঙ্গে যৌথভাবে কাজ করছি, জানালেন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এ নতুন সদস্য। খসড়া বিধিমালা বীমা সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের জন্য আইআরডিএ;র ওয়েবসাইটে দেয়া হবে।এরপর পদ্ধতিগত বিভিন্ন ধাপ শেষ হওয়ার পর এ বিধিমালা অনুমোদনের জন্য আইআরডিএ’র বোর্ড সভায় তোলা হবে, বললেন বিজয়লক্ষ্মী । তিনি আরও বলেন, আগামী মাস কয়েকের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা স্বাস্থ্যবীমা খাতের জন্য নতুন এক গুচ্ছ প্রবিধি নিয়ে আসতে যাচ্ছে। বীমাশিল্পে নিয়মতান্ত্রিকতা প্রতিষ্ঠা এবং টেকসই প্রবৃদ্ধি আনতেই এ পরিকল্পনা আইআরডিএ’র বললেন এ সদস্য। নতুন যে প্রবিধি আনা হচ্ছে তাতে পণ্যের বৈশিষ্ট, অধিকতর স্বচ্ছতা, বিক্রি প্রস্তাবের সহজ-সরল ও সহজবোধ্য বর্ণনা, কেনার আগে সিদ্ধান্ত নেয়ার সহায়ক সব ধরণের তথ্য যেন ওয়েবপোর্টালে সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয় তার ওপরে বিশেষ গুরুত্ব দিতে যাচ্ছে আইআরডিএ। এ ছাড়া স্বাস্থ্যবীমায় বড় ধরণের পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে রয়েছে সুস্বাস্থ্যের অধিকারী পলিসিধারীকে প্রণোদনা দেয়া।সুস্বাস্থ্যের অধিকারী পলিসিধারীকে প্রণোদনা হিসেবে আরও বেশি আকর্ষনীয় প্রিমিয়াম রেট দেয়ার কথা ভাবছে তারা। এ ছাড়া রয়েছে লাইফ ও নন-লাইফ দুই খাতের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরী করা। স্বাস্থ্যবীমার জন্য খসড়া প্রবিধানে নিয়ন্ত্রক সংস্থা বলেছে, গ্রুপ স্বাস্থ্য বীমা খাতে আরও বেশি আর্থিক স্বচ্ছলার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বর্তমানে বীমাকারীকে স্বচ্ছলতার হার সব সময়ের জন্য ১৫০ শতাংশ বজায় রাখতে হয়।