বীমা খাতে দরপতনে শীর্ষে প্রাইম লাইফ

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বীমা খাতের দরপতনের শীর্ষে ছিল প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানির দরপতন হয়েছে ৩ দশমিক ৪০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি দরপতন হয়েছে ২ দশমিক ৫০ শতাংশ। দরপতনের শীর্ষে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের সোমবার দিনের সর্বোচ্চ দর ছিল ৪৯.৪ টাকা। আর সর্বনিম্ম দর ছিল ৪৪.৫ টাকা। কোম্পানিটির মোট ১ লাখ ৪৯ হাজার ৯৯৫টি শেয়ার লেনদেন হয়েছে ৭০ লাখ টাকা। আর দ্বিতীয় অবস্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪৭ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে ৯০ লাখ টাকা। কোম্পানিটির দিনের সর্বোচ্চ দর ছিল ১৯৯ টাকা আর সর্বনিম্ম দরছিল ১৮৭ টাকা। তবে লেনদেন শেষ হয়েছে ১৮৯.৫ টাকায়। সোমাবার লেনদেন হওয়া বীমা খাতের ৪৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯টির কমেছে ১৯টির এবং দর অপরিবর্তীত ছিল ৮টি কোম্পানির। বীমা খাতের অগ্নি ইন্স্যুরেন্সের দর বেড়েছে দশমিক ২০ শতাংশ। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের দর বেড়েছে দশমিক ৩০ শতাংশ। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দর বেড়েছে দশমিক ২০ শতাংশ, ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২.৪০ শতাংশ। এছাড়া দর কমেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স উল্লেখযোগ্য।