বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন স্থগিত
বেসরকারী নন লাইফ বীমা কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন স্থগিত করা হয়েছে । সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৫০তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
৩০ জুন মঙ্গলবার থেকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য আইপিওর মাধ্যমে আবেদন গ্রহণ শুরু করার কথা ছিল কোম্পানিটির। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৯ জুলাই বৃহস্পতিবার।
কোম্পানিটির বিরুদ্ধে আইডিআরএ’র অনুমোদন ছাড়া শেয়ার ধারণে উদ্যোক্তা ও জনগণের অংশের হারের পরিবর্তন, অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধন পরিবর্তনের অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে শোকজ করে আইডিআরএ। বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)তে আইপিওর স্থগিতাদেশ চেয়ে আবেদন করে সংস্থাটি। আবেদনটি বিবেচনায় নিয়ে স্থগিতাদেশ দেয় বিএসইসি।
বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে অনিবার্য কারণবশত কোম্পানিটির আইপিও আবেদন স্থগিত করা হয়েছে।
এর আগে বিএসইসির ৫৪৩তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করার কথা রয়েছে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইন্স্যুর অনুমোদন দিয়েছে কমিশন।