গত সপ্তাহের শেষদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)তে বীমা খাতের লেনদেন বেড়েছে ৫.৭৩ শতাংশ। এছাড়া বাজার মূলধনে বীমা খাতের অবদান বেড়েছে ০.১৬ শতাংশ। লেনদেন হওয়া বীমা কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার লেনদেন শেষে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার বিশেøষণে দেখা গেছে, বীমা খাতের মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৩৪ লাখ ৬ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকা। একই সঙ্গে মঙ্গলবার বাজার মূলধনে বীমা খাতের অবদান ছিল ১.৫৬ শতাংশ এবং বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১.৭২ শতাংশ।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ২৫টির এবং দর অপরিবর্তিত ছিল ৬টি কোম্পানির।
এর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে সবচেয়ে বেশি । কোম্পানিটির দিনের সর্বোচ্চ দর ছিল ৭০.১ টাকা এবং সর্বনিম্ম দর ছিল ৬৭.৫ টাকা। মোট ২৬ হাজার ৩৮৮টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ছিল ৪ লাখ ১০ হাজার টাকা।
তবে টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডেলটালাইফ ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির ১ লাখ ৯২ হাজার ১৬৭টি শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৯৯ লাখ টাকায়।
দর পতন হওয়া উলেøখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে ছিল অগ্নি ইন্স্যুরেন্স, এশিয়ান ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যূরেন্স কোম্পানি, সেন্টাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, গেøাবাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেলটা, কর্ণফুলি লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে ছিল ন্যাশনাল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ, প্যারামাউন্ড ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরন্স।