পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারী জীবন বীমা কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ দুপুর ২টায় কোম্পানির বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে উলেøখিত সময়ে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে বলে সংশিøষ্ট সূত্রে জানা গেছে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৬ সালে। “এ” ক্যাটাগরির কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ ৪ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮৩৯টি। মোট শেয়ারের ৪৪.২৯ শতাংশ রয়েছে স্পন্সর/ডিরেক্টরদের হাতে। ১৯.০৯ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ৩৬.৬২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা ।পরিশোধিত মূলধনের পরিমাণ ৫০ কোটি টাকা। গেল এক বছরে কোম্পানির শেয়ারের দর সর্বোচ্চ ছিল ৯৩.৬ টাকা এবং সর্বনিম্ম ছিল ৪৬.১ টাকা।
২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।