মেঘনা লাইফের কর্মী সমেম্মলন হয়ে গেল কক্সবাজারে

সম্প্রতি বেসরকারী জীবন বীমা কোম্পানি মেঘনা লাইফের ২০১৪ সালের কর্মী সম্মেলন হয়ে গেল। ১৩ জুন কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোম্পানিটির জনসংযোগ কর্মকর্তা । সভায় কোম্পানির একক বীমা, লোকবীমা, ইসলামী বীমা (তাকাফুল), ডিভিশনের উর্দ্ধতন উন্নয়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ।তিনি ২০১৪ সালে নানা প্রতিকুলতার মধ্যেও লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ ছাড়া পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে বীমার উপকারিতা তুলে ধরতে বীমাকর্মীদের আহবান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন , খুব শীঘ্রই বীমা শিল্প জাতীয় অর্থনীতিতে অধিকতর ভূমিকা রাখবে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের বীমা শিল্পকে উপযুক্ত করে গড়ে তুলতে উন্নয়ন কর্মকর্তাগণকে প্রস্তুতি নেয়ার তাগিদ দেন তিনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানির ৩টি বীমা ডিভিশনের আওতায় বিভিন্ন পর্যায়ের মাঠকর্মীদের মধ্যে ২০১৪ সালে সুনিদিষ্ট লক্ষ্যমাত্রা ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ৩ দিনের আনন্দ ভ্রমণ ঘোষণা করা হয়। বিজয়ী ২ হাজার ৫’শ মাঠকর্মী ১০-১৪ জুন কক্সবাজার ভ্রমণ করেন। কর্মীরা আনন্দ ভ্রমণকালে কোম্পানি কর্তৃক আয়োজিত উন্নয়ন সভা, নানা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পাশাপাশি ‘আর্থ সামাজিক উন্নয়নে জীবন বীমার ভূমিকা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এফসিএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাসিনা নিজাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন.সি. রুদ্র (লোকবীমা ডিভিশন), উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদেকুর রহমান (একক বীমা ডিভিশন), সিঃ নির্বাহী পরিচালক আবুবকর ছিদ্দিক সোহেল (মার্কেটিং এন্ড ডেভ), সিঃ নির্বাহী পরিচালক কামরুল হাসান খন্দকার (ইসলামী বীমা তাকাফুল ডিভিশন), সি এফ ও মোহাম্মদ তারেক এফসিএ প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কণ্ঠশিল্পি পুলক সঙ্গিত পরিবেশন করেন।