বীমা প্রতারণার দায়ে ব্যবসায়ীর ২ বছরের জেল

নির্মাণ সামগ্রী চুরি গেছে বলে মিথ্যা তথ্য দিয়ে বীমা দাবি করার অপরাধ প্রমানিত হওয়ায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেটের এক গৃহনির্মাণ ব্যবসায়ীকে ২ বছরের জেল দেয়া হযেছে। এ ছাড়াও অভিযুক্তকে সংশ্লিষ্ট বীমা কোম্পানির কাছ থেকে নেয়া ২৫২,০০০ মার্কিন ডলার ফেরত দেয়ার আদেশ দিয়েছে ডালাসের ফেডারেল প্রসিকিউটর। বীমা প্রতারণার দায়ে অভিযুক্ত আব্রাহাম এড্রিয়ান একজন গৃহ নির্মাণ ব্যবসায়ী। ৫৬ বছর বয়সী আব্রাহাম পার্ক সিটিস ডেভলপমেন্ট ইনকর্পোরেশন নামে এক নির্মাণ কোম্পানির মালিক। প্রসিকিউটর বলেন, আব্রাহাম তার বীমা দাবি আদায় করতে বীমা কোম্পানির কাছে জাল পুলিশ রিপোর্ট ও জাল ইনভয়েস দাখিল করেছিল। ২০০৯ সালে ২টি নির্মাণ সাইট থেকে ২৫০,০০০ মার্কিন ডলারেরও বেশী দামের নির্মাণ সামগ্রী চুরি গেছে দাবি করে আব্রাহাম। জাল কাগজপত্র দাখিল করে বীমাকারীর কাছ থেকে ২৫২,০০০ মার্কিন ডলার আদায় করে নেয়। এ বিষয়ে তদন্ত করলে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয় বলে জানিয়েছে তদন্তকারী। তদন্তে তার কাগজপত্র জাল প্রমানীত হলে আব্রাহাম স্বীকার করে যে তার কোন নির্মাণ সামগ্রী চুরি হয়নি। তারিখ-১২ মে, ২০১৫