নেপাল ভূমিকম্পের ধ্বংসযজ্ঞে বিশাল আর্থিক ধাক্কায় পড়েছে ভারতীয় বীমা কোম্পানিগুলো

নেপালে ভূমিকম্পে ধ্বংসযজ্ঞের পর বিশাল অংকের বীমা দাবি পরিশোধ করতে বড় মাপের এক আর্থিক ধাক্কায় পড়েছে দেশটিতে ব্যবসা পরিচালনাকারী ভারতীয় বীমা কোম্পানিগুলো। ভারতের রাষ্ট্র মালিকানাধীন জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন (জিআইসি)রি কেই পরিশোধ করতে হবে ১৬০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমান ১ হাজার কোটি রুপি। এ ছাড়াও ভারতের ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সসহ অন্যান্য কোম্পানিকেও বীমা দাবি পরিশোধ করতে গুনতে হবে বড় অংকের রুপি। পাশাপাশি লাইফ খাতের সরকারী বীমাকারী লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) কেও আসতে হচ্ছে বীমা দাবি পরিশোধ করতে। ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির পরপরই বীমা দাবি পরিশোধ করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে দেশটিতে ব্যবসা পরিচালনাকারী ভারতীয় বীমা কোম্পানিগুলো। জিআইসি রি নেপালে ব্যবসা পরিচালনাকারী একমাত্র ভারতীয় বীমা কোম্পানি। কোম্পানিটি নেপালের সবচেয়ে বড় বীমাকারীও।দেশটির বীমা কোম্পানিগুলোর বেশিরভাগই রি-ইন্স্যুরেন্স করে এ ভারতীয় কোম্পানির সঙ্গে। এ চরম মানবিক বিপর্যয়ের পটভূমিতে আমাদের সর্বোচ্চ ১৬০ মিলিয়ন মার্কিন ডলার বীমা দাবি পরিশোধ করতে হচ্ছে, জানিয়েছে জিআইসি রি । জিআইসি’র চেয়ারম্যান এ কে রায়, বলেন, নেপালের ১৩টি নন-লাইফ বীমা কোম্পানির সঙ্গে আমাদের ব্যবসা করছি। তিনি জানান, নেপালের নন-লাইফ খাতের ১৩টি বীমা কোম্পানির সঙ্গে আমাদের রি-ইন্স্যুরেন্স ব্যবসা রয়েছে।এটা দেশটির মোট বীমা ব্যবসার প্রায় ৪ ভাগের ১ ভাগ। আমরা পাওয়ার প্লান্ট, আবাসন, বিভিন্ন ধরণের স্থাপনা এবং হোটেল উপখাত থেকে বীমা দাবি আশা করছি, জানালেন জিআইসি রি একে রায়। জিআইসি রি ছাড়াও নেপালে ব্যবসা পরিচালনাকারী ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সসহ ভারতীয় সরকারি খাতের অন্যান্য বীমা কোম্পানিকেও বড় অংকের বীমা দাবি পরিশোধ করতে হবে। এতে নেপালে ভূমিকম্পের কারণে ভারতীয় বীমা কোম্পানিগুলোর বীমা দাবি পরিশোধ করতে গিয়ে এক বিশাল অংকের ক্ষতির মূখে পড়তে হয়েছে। নেপালে ভারতীয় বীমা কোম্পানিগুলোর বিক্রয় করা সব নন লাইফ পলিসি পূণর্বীমা করা হয় জিআইসি’র সঙ্গে। বীমা দাবির প্রেক্ষিতে ভূমিকম্পে ক্ষয়-ক্ষতি নিরুপন করতে সহায়তার জন্য নন-লাইফ বীমাকারীদের অনরোধে নেপালে ১০ জন জরিপকারী পাঠিয়েছে জিআইসি রি।এক সপ্তাহের মধ্যে ক্ষয়-ক্ষতির একটা পরিপূর্ণ চিত্র পাওয়া যাবে। এ ছাড়া  বিহার এবং উত্তর প্রদেশ থেকেও লাইফ খাতে আমরা কিছু বীমা দাবি আসার আশংকা করছি। কিছু মোটর বীমা দাবিও আসতে পারে এমন আশংকাও রয়েছে, বললেন এক কর্মকর্তা। অন্যদিকে ভারতের সরকারি মালিকানাধীন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন(এলআইসি)সব বীমা দাবি নিষ্পত্তি করা হবে বলে নিশ্চিয়তা দিয়েছে।এলআইসি যৌথ উদ্যোগে নেপালে ব্যবসা পরিচালনা করছে।   তারিখ- ৩০ এপ্রিল, ২০১৫