পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যানসহ ১৯ পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা
মূখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না দেয়ায় পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ ১৯ পরিচালককে ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা করে সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
এছাড়াও ০১ মে, ২০১৫ ইং তারিখের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় পরবর্তী প্রতিদিনের জন্য কোম্পানিকে ৫ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।
বুধবার আইডিআরএ’র পক্ষ থেকে পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গত ০১ এপ্রিল, আইডিআরএ’র চেয়ারম্যান এম. শেফাক আহমেদ, একচ্যুয়ারি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক শুনানিতে এ জরিমানা করা হয়। এ সময় কর্তৃপক্ষের সদস্য মোঃ কুদ্দুস খান, জুবের আহমেদ খাঁন, সুলতান-উল-আবেদীন মোল্লা এবং মোঃ মুরশিদ আলম উপস্থিত ছিলেন। এছাড়াও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাঃ এ. বি. এম. জাফর উল্লাহ ও পরিচালনা পর্ষদের সদস্য এ. টি. এম. রফিক, আবু তাহের, নূরুল ইসলাম চৌধুরী এবং আবদুল মান্নান চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা যায়, কোম্পানিটির চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্লাহ ও ভাইস চেয়ারম্যান এ এফ এম ওবায়দুর রহমান ছাড়াও অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন—এ টি এম এনায়েত উল্লাহ, আবু তাহের, জয়নাল আবেদীন জাফর, ডা. নাদিরা সাবরিন, নাজিম উদ্দিন আহমেদ, ফাতেমা বেগম, নাজমুন নাহার, ডা. এ কে এম আনোয়ারুজ্জামান, এ টি এম রফিক, আব্দুল মুজিব চৌধুরী, নূরুল ইসলাম চৌধুরী (এফসিএ), অ্যাডভোকেট দেওয়ান সুলতান আহমেদ, আবু সালেহ, ফোরকান উদ্দিন আহমেদ (এফসিএ), মোস্তাকুল আলম ভূঁইয়া, আবুল কাশেম, নার্গিস ওয়াজেদ, মো. মুনতাসির করিম।
আইডিআরএ জানায়, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী পদটি ২০১৪ সালের ১৯ মার্চ থেকে শূন্য। গত এক বছরেও কোম্পানিতে মূখ্য নির্বাহী পদে নিয়োগ দেয়া হয়নি।
আইডিআরএ সূত্র আরো জানায়, মূখ্য নির্বাহী নিয়োগের নির্দেশ দিয়ে গত বছরের ৫ মে কোম্পানিকে চিঠি দেন নিয়ন্ত্রক সংস্থা। এরপরও কোনো ব্যবস্থা না নেয়ায় গত বছরের ১৪ ডিসেম্বর বিধি মোতাবেক কেন মূখ্য নির্বাহী নিয়োগ দেয়া হয়নি তার ব্যাখ্যা চেয়ে কর্তৃপক্ষ কোম্পানি বরাবর আরেকটি চিঠি পাঠায়।
পরবর্তীতে গত বছরের ১৭ ডিসেম্বর কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, পরবর্তী তিন মাসের মধ্যে মূখ্য নির্বাহীর পদটি পূরণ করা হবে। এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি কোম্পানির মূখ্য নির্বাহীর পদে মোহাম্মদ ওয়াসিউদ্দিকে নিয়োগের অনুমোদন চেয়ে নিয়ন্ত্রণ সংস্থা বরাবর চিঠি দেয় কোম্পানিটি। কিন্তু‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২’অনুসারে মোহাম্মদ ওয়াসিউদ্দিন যোগ্য না হওয়ায় কোম্পানির ওই আবেদন বাতিল করে আইডিআরএ। ফলে শূন্যই থেকে যায় মূখ্যনির্বাহীর পদ।
তারিখ-২৩ এপ্রিল ২০১৫