৪ কোটি টাকা আত্মসাৎ করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের লোকাল অফিস ইনচার্জ: তদন্তে দুদক

রিলায়েন্স ইন্স্যুরেন্সের গ্রাহকের ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে কোম্পানিটির লোকাল শাখার ইনচার্জ। এ শাখা ইনচার্জের নামে টাকা আত্মসাতের মামলা করলে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদক সূত্রে জানা যায়, রেজওয়ান করিম রিলায়েন্স ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে তেজগাঁও গুলশান লিংক রোডে অবস্থিত লোকাল অফিসের ইনচার্জ ছিলেন। শাখার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন সময় কোম্পানির ব্যাংক  অ্যাকাউন্ট থেকে ৪ কোটি টাকা তুলে সুন্দরবন কুরিযার সার্ভিসের মাধ্যমে তৌসিফ নামের এক ব্যক্তির কাছে পাচার করে।বীমা কোম্পানিটির নিজস্ব অডিট দল শাখাটির হিসাব নিরীক্ষা করতে গেলে এ আত্মসাতের ঘটনা ধরা পড়ে।এর পর ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে ২৪ মার্চ রেজওয়ান করিমের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে বীমা কোম্পানিটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক এনামুল হক খন্দকার। মামলা নম্বর ১৯। এর মধ্যেই রেজওয়ান করিম কোম্পানির কাছে লিখিতভাবে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের কথা লিখিতভাবে স্বীকার করেছে বলে দাবি করেছে কোম্পানিটির পক্ষে অভিযোগ দায়েরকারী এনামুল হক খন্দকার। তেজগাঁও থানা অভিযোগটি তদন্ত করতে মামলাটি পাঠিয়ে দেয় দুদকে। মামলাটি তদন্ত কাজ শুরু করেছে বলে  জানিয়েছে দুদক।   তারিখ-১৬ এপ্রিল ২০১৫