মূখ্য নির্বাহী নিয়োগ না দেয়ায় ইউনিয়ন ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানা

মূখ্য নির্বাহী নিয়োগ না দেয়ায় ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নির্ধারিত সময়ের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না দেয়ায় কোম্পানিটিকে এ জরিমানা করা হয়। গত ০১ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ সদস্যদের উপস্থিতিতে এক শুনানি শেষে এ জরিমানা করে আইডিআরএ। আইডিআরএ সুত্রে জানা গেছে, মূখ্য নির্বাহী নিয়োগে ২ বছর ধরে আইন লংঘন করে আসছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। বীমা আইন- ২০১০ এর ৮০ (৪) ধারা এবং বীমা কোম্পানি (মূখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২ অনুসারে কোনো বীমা কোম্পানিতে বিশেষ কারনেও ৬ মাসের বেশি সময় মূখ্য নির্বাহীর পদ শূন্য রাখা যায় না। অথচ তা লংঘন করে কোম্পানিতে মূখ্য নির্বাহীর পদ শূন্য রয়েছে ২০১৩ সালের ১ জুন থেকে। কোম্পানিটির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ আতাউর রহমান পদত্যাগ করলে এ পদ শূণ্য হয়। তখন থেকেই চলতি দায়িত্বের মূখ্য নির্বাহী দিয়ে চলছে কোম্পানিটি। আইডিআর সূত্রে আরো জানা গেছে, কর্তৃপক্ষের দফতর থেকে মূখ্য নির্বাহী নিয়োগের জন্য ইউনিয়ন ইন্স্যুরেন্সকে ৩ বার চিঠি দেয়া হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের জন্য কোম্পানিকে এ নির্দেশ দেয়া সত্ত্বেও কোম্পানিটে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে না। এমনকি চিঠির কোন জবাবও দেয়নি বীমা কোম্পানিটি। এসব বিষয় পর্যালোচনা করে মূখ্য নির্বাহী নিয়োগে ইউনিয়ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা এবং অবহেলা বিষয়টি প্রমাণ হয়। আইডিআরএ মনে করে বীমা গ্রাহক এবং শেয়ার হোল্ডারদের স্বার্থে একজন যোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ অতীব গুরুত্বপূর্ণ। তারিখ-১৫ এপ্রিল-২০১৫