চীনে ডিপোজিট ইন্স্যুরেন্স চালু হচ্ছে মে মাস থেকে

চীনে চলমান ব্যাংক শিল্পখাতে সংস্কারের আওতায় ডিপোজিট ইন্স্যুরেন্স চালু করতে যাচ্ছে। মে মাস থেকে দেশটিতে এ ধরণের প্রথম বীমা ব্যবস্থা চালু হবে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকিং শিল্পকে আরও বেশি নমনীয়, শিথিল এবং প্রতিযোগীতা সক্ষম করে তোলার পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা গ্রহণ করছে দেশটির সরকার। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ৮২ হাজার মার্কিন ডলারের সমপরিমান  ৫ লাখ ইউয়ান পর্যন্ত জামানতের বীমা দেবে। জামানতকারীদের মোট জামানতের ৯৯.৬ শতাংশেরও বেশি এ  বীমার আওতায় রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রিীয় ব্যাংক। তবে বিদেশী ব্যাংকের শাখায় জামানত রাখা টাকা এর আওতার বাইরে রাখা হয়েছে। এ ব্যবস্থায় আর্থিকভাবে সমস্যায় পড়া কোন ব্যাংককে জামানতকারীদের কোন রকম ক্ষতি এড়িয়ে বন্ধ করে দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। আগের ব্যবস্থায় জামানতকারীদের ক্ষতি এড়ানোর জন্য চীনের সব ব্যাংক বন্ধ করার ক্ষমতা ছিল সরকারের হাতে। এ শিল্পকে আরও বেশি বাজার সমাদৃত এবং সুদক্ষ করে তোলার প্রচেষ্টায় ব্যাংকের প্রদেয় সুদের হারের নিয়ন্ত্রণ সহজ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে চীনের নিয়ন্ত্রক সংস্থা । জেপি মরগানের অর্থনীতিবিদ হাইবিন ঝু বলেন, ডিপোজিট ইন্স্যুরেন্স প্রচলন সুদের হার শিথিল করার কাজে গুরুত্বপূর্ণ এক ধাপ অগ্রগতি। অর্থনীতির পরিকল্পনাকারীরা ১৯৯০ দশকের শুরু থেকেই ডিপোজিট ইন্স্যুরেন্সকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে চেষ্টা চালাচ্ছে। গত মাসে  কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঝাউ জিয়াওশুয়ান এ বছরই ডিপোজিট ইন্স্যুরেন্স চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বেসরকারী মূলধন নিয়ে ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ১৯৪৯ সালে কমিউনিস্ট বিল্পবের সময় দেশটিতে প্রথমবারের মতো ব্যাক্তি মালিকানার মূলধর নিয়ে ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি পায়। তারিখ-৮ এপ্রিল-২০১৫