বীমাখাতকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করছে আইডিআরএ : শেফাক আহমেদ
আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেছেন, বীমা শিল্পে বিরাজমান অনিয়ম, দুর্নীতি ও বিশৃংখলা দুর করে দৃঢ় ভিতের ওপর দাঁড় করানোর লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর দিলখুশায় এসবিসি টাওয়ারে আইডিআরএ’র নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে আইডিআরএ কার্যালয় উদ্বোধন করেন।
তিনি বলেন, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বাংলাদেশে বীমা খাত বরাবরই অবহেলিত ছিল। বর্তমান সরকার ২০১০ সালে বীমা আইন পাস করে ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করে বীমা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের পক্ষ থেকে বীমাখাত রক্ষায় উদ্যোগী ভূমিকা রাখায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নাম ইতিহাসে লিপিবদ্ধ থাকবে বলে মন্তব্য করেন শেফাক।
আমাদের লক্ষ্য আইডিআরএকে একটি পেপারলেস প্রতিষ্ঠান করা। যেখানে সব কাজ কর্ম ও রেকর্ড সংরক্ষণ করা হবে ডিজিটালি।
এম শেফাক আহমেদ বলেন, বর্তমান সরকারের ডিজিটালাইজ নীতি বাস্তবায়নের লক্ষ্যে আইডিআর ইতোমধ্যেই কাজ শুরু করেছে। আইডিআরএর আইডি কনসালটেন্ট নিয়োগ দেয়ার কাজ অনেক দুর এগিয়েছে। নতুন অফিস ভবনের ৭ম তলায় ১০ হাজার বর্গফুট ভাড়া নেয়া হয়েছে। যেখানে আইডিআরএর আইটি ডিপার্টমেন্ট স্থাপন করা হবে। আর এ খাতে ব্যয় হবে ১০ কোটি টাকা। এ উদ্যোগটি বাস্তবায়ন করা গেল ম্যানুয়াল পদ্ধতি আর কাজ করতে হবে না।
তিনি বলেন, ২০১১ সালে আইডিআরএ গঠনের পর তিন প্রধান লক্ষকে সামনে রেখে কাজ শুরু করি। প্রথমত: বীমা শিল্পে বিরাজমান অনিয়ম দুর্নীতি ও বিশৃংখলা দুর করে দৃঢ় ভিতের ওপর প্রতিষ্ঠা করা। দ্বিতীয়: অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হিসেবে বীমা শিল্পের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা, নতুন নতুন পরিকল্পের প্রবর্তণ করা ও কর্তৃপক্ষকে আধুনিক, উন্নত ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়ারুল হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিআইএ ভাইস-সভাপতি আহসানুল ইসলাম টিটুসহ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে সাধারণ বীমার ১৩৯ মতিঝিল ভবন থেকে সাধারণ বীমার মালিকানাধীন ৩৭ দিলখুশার এসবিসি টাওয়ারের ৯ তলায় ভাড়া অফিসে নিয়ে আসা হয় আইডিআরএ কার্যালয়।
তারিখ-২ এপ্রিল-২০১৫