নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য হিসেবে যোগ দিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস। আজ বুধবার তিনি আইডিআরএ যোগদান করেন।
সূত্র মতে, গকুল চাঁদ দাস ১ মার্চ থেকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে পরবর্তী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আফসারী খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ হয়।
গত ২৭ ফেব্রুয়ারি আইডিআরএ’র একটি সদস্য পদ খালি হয়। গত তিন বছর এই পদে দায়িত্ব পালন করেন সাবেক অতিরিক্ত সচিব মো. কুদ্দুস খান। তিনি গত ২৭ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। তার শুন্য পদে যোগদান করেন গকুল চাঁদ দাস।
উল্লেখ্য, (আইডিআরএ)’র চারজন সদস্য এবং একজন চেয়ারম্যান সমন্বয়ে মোট ৫ সদস্য বিশিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়।
এদিকে ২ মার্চ আইডিআরএ’র আরও দুই সদস্য জুবের আহমেদ খান ও সুলতান উল- আবেদিন মোল্লার তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে।