ওবামাকেয়ারের জন্য ২০১৭ সাল হবে বিপর্যয়ের বছর: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বলেছেন, অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট তথা ওবামাকেয়ারের জন্য ২০১৭ সাল হবে বিপর্যয়ের বছর। আইনটি বাতিলে তিনি নির্বাচনী প্রচারাভিযানে যে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন তা পূর্ণ করতে চান। গতকাল সোমবার দেশটির শীর্ষ স্বাস্থ্য বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প এসব কথা বলেন। হোয়াইট হাউজে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি টম প্রাইস, এটনা’র সিইও মার্ক বার্টোলিনি প্রমুখ উপস্থিত ছিলেন। রিপাবলিকান এই প্রেসিডেন্ট বীমা ব্যবসায়ীদের বলেন, ওবামাকেয়ার নামে পরিচিত আইনটি থেকে আমেরিকাকে রক্ষা করতে অবশ্যই আমরা সবাই একসঙ্গে কাজ করব। একইসঙ্গে স্বাস্থ্যসেবার মূল্য কমিয়ে আনার চেষ্টা করব। ডোনাল্ড ট্রাম্প বলেন, স্বাস্থ্যসেবা পরিকল্পের আইনটি পরিবর্তনে তিনি ডেমোক্রেটদের সঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। যে আইনের মাধ্যমে স্বাস্থ্য বীমার আওতার বাইরে থাকা লাখ লাখ আমেরিকানদের বীমার কভারেজ দেয়া হয়েছে। ট্রাম্প আরো বলেন, আমাদের একটি পরিকল্পনা আছে যা খুবই চমৎকার হবে। একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিকল্পনা, খরচ কমে আসবে, স্বাস্থ্যসেবা হবে খুব বাস্তবিক। মানুষ এটাকে অনেক পছন্দ করবে। তিনি বীমা নির্বাহীদের বলেন, এটা হতে যাচ্ছে বিশেষ। আমি মনে করি আপনারা যা শুনতে যাচ্ছেন তা পছন্দ করবেন। (সূত্র: রয়টার্স, এনবিসি নিউজ)