অনিয়ম ও ফাঁকিবাজিতে দক্ষ বীমা খাত: অর্থম্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের বীমাখাত অনিয়ম ও ফাঁকিবাজিতে খুব দক্ষ। তবে এ দক্ষতা ভালোর দিকে পরিবতন করা যায়। আর এ কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে যথাযথ ভূমিকা পালন করতে পারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের এসবিসি টাওয়ারে আইডিআরএ’র নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। মুহিত বলেন, আইডিআরএ বেশ ভালো কাজ করেছে। ইতিমধ্যে তারা ১৩টি প্রবিধান পাশ করেছে। আইন প্রণয়নের কাজটি অনেক কঠিন। আইন প্রণয়নের কাজটি হয় অনেক ধীর গতিতে। প্রথম দিকে আইডিআরএ’র অনেক সমস্যা ছিল। আজকে এসব সমস্যা নিয়ে কেউ কথা বলেনি। এটা ভালো হয়েছে। আইডিআরএ এখন ভালো অবস্থানে আছে। আইডিআরএ’র জলবলের কিছুটা সমস্যা রয়েছে মন্তব্য করে শিগগির এ সমস্যার সমাধান হবে, আশ্বাস দেন তিনি। মন্ত্রী বলেন, এখন আমাদের দুটি কাজ করা জরুরি। একটি হচ্ছে বীমাখাতে দক্ষজনবল সৃষ্টি করা। আর এ দক্ষজনবল সৃষ্টি করতে ইন্স্যুরেন্স অ্যাকাডেমিকে শক্তিশালী করা। দেশের বীমাখাত উন্নয়নে আইডিআরএ’র ভূমিকা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বীমা কোম্পানিগুলোর, মন্তব্য এ মন্ত্রীর । ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বলেন, স্বচ্ছতা ও জবাবদিহীতার দিক থেকে বীমা খাত এখনো অনেক পিছিয়ে আছে। বীমা খাতকে এগিয়ে নেওয়ার জন্য বেশকিছু নীতিমালা করা হচ্ছে। কিন্তু বিভিন্ন ভাবে তা আটকে যাচ্ছে। তিনি বলেন, আইডিআরএকে শক্তিশালী করা একটি উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রকল্পটি পরিচালিত হবে। এ বিষয়ে ইতোমধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করা হয়েছে, জানান সচিব । ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম পরিবর্তন করে ‘আর্থিক প্রতিষ্ঠান’ বিভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীকে জানানো হয়নি বলেন এম এম আসলাম আলম। আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিআইএ  ভাইস-সভাপতি আহসানুল ইসলাম টিটুসহ বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারিখ-২ এপ্রিল ২০১৫