স্বাস্থ্য বীমা নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিনিদের স্বাস্থ্যসেবা প্রকল্প ওবামাকেয়ার প্রতিস্থাপনের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার দেশটির শীর্ষ স্বাস্থ্য বীমা নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। বীমা নির্বাহীদের সঙ্গে এটাই হবে তার প্রথম বৈঠক। বৈঠকে ইউনাইটেড হেলথ গ্রুপ ইনক., এটনা ইনক., হুমানা ইনক, সিগনা কর্পোরেশন, ইন্ডিপেনেডন্স ব্লু ক্রস এবং উত্তর ক্যারোলিনার ব্লু ক্রস ব্লু শিল্ডসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বীমা কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষরিত স্বাস্থ্যসেবা পরিকল্প ‘ওবামাকেয়ার’ দ্রুততার সঙ্গে বাতিল ও প্রতিস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেছেন ট্রাম্প। দেশটির বীমা ব্যবসায়িরাও এই আইন পরিবর্তনের পক্ষে সমর্থন দিয়েছে। গত সপ্তাতে ট্রাম্প বলেছেন যে, তিনি খুব শিগগিরই ওবামাকেয়ার প্রতিস্থাপনের পরিকল্পনা প্রকাশ করবেন। তিনি আরো বলেছেন, এটা সর্বনিম্ন খরচে সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করে।তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ফ্লোরিডার মেলবোর্নে এক সমাবেশে ট্রাম্প বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা একটি চমৎকার স্বাস্থ্যসেবা পরিকল্প দাখিল করতে যাচ্ছি, যা বিপর্যয় খ্যাত ওবামাকেয়ারের জায়গা গ্রহণ করবে। তিনি আরো বলেন, এটা (ওবামাকেয়ার) রদ করা হবে এবং প্রতিস্থাপিত হবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ওবামাকেয়ার’র জন্য কঠোর নিয়মের প্রস্তাব করেন। তার এই পদক্ষেপ বীমা কোম্পানিগুলো স্বাগত জানিয়েছে। তবে ক্রেতাদের জন্য এটি উচ্চ খরচ বয়ে আনার সম্ভাবনা রয়েছে। (সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ, দ্যা হিল)