ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্দোনেশিয়ার লাইফ বীমাখাতে ২০১৬ সালে সর্বমোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২০৮.৯২ ট্রিলিয়ন বা ১৫.৭ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের তুলনায় এবার ৫৭.৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ইন্দোনেশিয়ান লাইফ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (আইএলআইএ) এ তথ্য জানিয়েছে।
আইএলআইএ’র চেয়ারম্যান হেন্ড্রিসম্যান রাহিম জানিয়েছেন, ইন্দোনেশিয়ার লাইফ বীমাখাতের এই প্রবৃদ্ধি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ অর্থনীতিতে লাইফ বীমা কভারেজের ক্রমাগত উন্নয়নকে প্রতিফলিত করে।
ব্যাংকাস্যুরেন্স বিভাগে প্রবৃদ্ধি দেশটির মোট প্রিমিয়াম আয় বৃদ্ধিকে জোরদার করেছে। আলোচ্য বছরে ব্যাংকাস্যুরেন্স বিভাগে প্রবৃদ্ধি হয়েছে ৭৪.১ শতাংশ। ইন্দোনেশিয়ার বীমাখাতের মোট প্রিমিয়ামের ৪৩.৩ শতাংশই এসেছে এই ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে।
২০১৬ সালে লাইফ বীমার অন্যান্য চ্যানেলের মধ্যে এজেন্সির মাধ্যমে প্রিমিয়াম আয় হয়েছে দেশের মোট প্রিমিয়ামের ৩৮.৯ শতাংশ। আর বিকল্প ডিস্ট্রিবিউশন চ্যানেলে প্রিমিয়াম আয় হয়েছে ১৭.৭ শতাংশ।
তবে প্রিমিয়াম আয় বৃদ্ধি সত্ত্বেও ইন্দোনেশিয়ায় পেনেট্রেশন রেট বা বীমায় প্রবেশ হারের প্রবৃদ্ধি খুবই দুর্বল। ২০১৬ সালে দেশটিতে বীমায় প্রবেশের হার বৃদ্ধি পেয়েছে ২.৬ শতাংশ।
ফিনান্সিয়াল সার্ভিসেস অথোরিটির মতে, বৃদ্ধির এই হার মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের চেয়ে কম, যেখানে ৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি। (সূত্র: আইএএন)