চীনের অবকাঠামো উন্নয়নে বীমাখাতের বিনিয়োগ ২৪০ বিলিয়ন মার্কিন ডলার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ২০১৬ সালে চীনের অবকাঠামো উন্নয়নে ১.৬৫ ট্রিলিয়ন ইউয়ান বা ২৪০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে দেশটির বীমা কোম্পানিগুলো। পরিবহন, এনার্জি, রিয়াল এস্টেট, স্বাস্থ্যসেবা ও বয়স্কদের সেবামূলক ৬৫১টি প্রকল্পে এসব অর্থ বিনিয়োগ করা হয়েছে। অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব চায়না (এএমএসি) এসব তথ্য জানিয়েছে। চীনের বীমা কোম্পানিগুলোর এই বিনিয়োগ জাতীয় উন্নয়ন কৌশলকে এগিয়ে নিতে অন বেল্ট, অন রোড ইনিশিয়েটিভ, ইয়াংঝি রিভার ইকনোমিক বেল্ট এবং বেইজিং, হেবেই ও তিয়ানজিনে বিভিন্ন ধরণের সমন্বিত উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহৃত হয়েছে। এরমধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ৮৬.১ বিলিয়ন মার্কিন ডলার এবং ইয়াংঝি রিভার ইকনোমিক বেল্টে ১৯.৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। একটি গ্রুপ হিসেবে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব চায়না’র উদ্দেশ্য হচ্ছে দেশের প্রকৃত অর্থনীতির উন্নয়নে বীমা কোম্পানিগুলোর অর্থ যোগান দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। কারণ, বীমা কোম্পানিগুলোর মূলধনকে বিশাল এবং দীর্ঘ মেয়াদী স্থিতিশীল তহবিল হিসেবে বিবেচনা করা হয়। চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশনের তথ্য মতে, গত নভেম্বরের শেষ পর্যন্ত চীনের বিনিয়োগ মূলধনের মধ্যে ১৪.৩৭ শতাংশ বা ১.৮৮ ট্রিলিয়ন ইউয়ান শেয়ার বাজারে রাখা হয়েছে। আইএএমএসি বলছে, বীমা কোম্পানিগুলোর ফটকামূলক বিনিয়োগ এড়িয়ে চলা, পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষা এবং শেয়ারহোল্ডার ও তালিকাভুক্ত সংস্থাগুলোর ব্যবস্থাপনার সঙ্গে ভালো যোগাযোগ রাখা উচিত।