ব্যাংকের মাধ্যমে পলিসি বিক্রির বিষয় ভেবে দেখবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের মাধ্যমে বীমা পলিসি বিক্রির বিষয়টি ব্যাংলাদেশ ব্যাংক ভেবে দেখবে বলে জানিয়েছেন গভর্নর ফজলে কবির। তিনি বলেন, কো-অর্ডিনেশন মিটিংয়ে ব্যাংকের মাধ্যমে বীমা পলিসি বিক্রির বিষয়টি উত্থাপন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোববার মেট্রপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই)’তে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর এসব কথা বলেন। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এমসিসিআই’র পরিচালক আনিস এ খান বলেন, বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে বীমা পলিসি বিক্রি শুরু করলে বীমাখাতে বিপ্লব সৃষ্টি হবে। একদিকে কোম্পানিগুলোর ব্যবসা যেমন বৃদ্ধি পাবে, তেমনি ব্যাংকও লাভবান হবে। তবে ব্যাংকের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা এখন পর্যন্ত বিধি-বিধান না করায় এ বিষয়ে কোন অগ্রগতি হচ্ছে না।