বিরোধ নিষ্পত্তি কমিটির যাত্রা শুরু হচ্ছে কাল

বীমা দাবি নিষ্পত্তিসহ বিভিন্ন সমস্যা সমাধানে যাত্রা শুরু করতে যাচ্ছে বিরোধ নিষ্পত্তি কমিটি। আগামীকাল মঙ্গলবার  আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এ কমিটি।  বীমা আইন ২০১০ অনুযায়ী এ কমিটি  গঠন করছে  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। জীবন বীমার ক্ষেত্রে ২৫ হাজার টাকার বেশি ও সাধারণ বীমার ক্ষেত্রে ৫ লাখ টাকার বেশি বিরোধ নিষ্পত্তি করবে এ কমিটি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আরায়েশ উদ্দিনকে এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সদস্য থাকছেন অ্যাকচুয়ারি সোহরাব উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এমএ বাকি খলিলি এবং আইডিআরএ সদস্য কুদ্দুস খান। আইডিআরএ জানায়, বীমা আইন ২০১০-এ বিরোধ নিষ্পত্তির জন্য কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। এ আইন অনুযায়ী জীবন বীমার ক্ষেত্রে কোম্পানি ও গ্রাহকদের মধ্যে  সর্বোচ্চ ২৫ হাজার টাকা বীমার পাওনা নিয়ে  বিরোধ  ও সাধারণ বীমার ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত  বিরোধ নিষ্পত্তি করতে পারবে  নিয়ন্ত্রক সংস্থা। এর বেশি হলে তা সমাধান করবে বিরোধ নিষ্পত্তি কমিটি। বিরোধ নিষ্পত্তি কমিটি গঠিত হওয়ায় বীমা দাবি পরিশোধে কোম্পানিগুলোর টালবাহানা এর মাধ্যমে দূর হবে, বললেন আইডিআরএ সদস্য কুদ্দুস খান । আইডিআরএ সূত্রে জানা গেছে, নানা কারণে বীমার ক্ষতিপূরণ পাচ্ছে না ক্ষতিগ্রস্ত বীমাগ্রহীতারা। দেশের বীমা কোম্পনিগুলোর কঠিন শর্তারোপ, নানা টালবাহানা ও সরকারি উদাসীনতায় সড়ক বা নৌদুর্ঘটনায় হতাহতরা বীমা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছে । আইডিআরএ’র এ উদ্যোগের  প্রশংসা করে  বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) চেয়ারম্যান শেখ কবীর হোসেন বলেন, ন্যায্য পাওনা পেতে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয় ক্ষতিগ্রস্তদের। তাই এক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন জরুরি। তারিখ-১২ জানুয়ারি-২০১৫