বিআইএ'র উদ্যোগে বীমা শিল্পে সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর উদ্যোগে আজ রবিবার বিআইএ এর সম্মেলন কক্ষে “বীমা শিল্পে সমস্যা এবং সম্ভাবনা” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রনালয়ের সচিব মো. ইউনুসুর রহমান। অনুষ্ঠানে নন-নিযুক্ত চেয়ারম্যান জীবন বীমা কর্পোরেশন ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের সদস্য যুবের আহমেদ খান এবং দেশের সকল বীমা কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান মহোদয়গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন অধ্যাপক শিবলী রুবাইয়েত উল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের জিডিপিতে বীমা শিল্পে অবদান অতি নগন্য। অনুষ্ঠানে আলোচক ছিলেন আহসানুল ইসলাম টিটু, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও মূখ্য নির্বাহী কর্মকর্তা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। সভায় বক্তারা বলেন, দেশে বীমার প্রবৃদ্ধি কম হওয়ার কারণ দক্ষ জনশক্তির অভাব, ইমেজ সংকট, নৈতিকতার অভাব, দুর্বল আর্থিক অবস্থা, গবেষণা ও ট্রেনিং ্এর অভাব, নতুন পণ্য উদ্ভাবনের অভাব এবং প্রচার ও প্রসারের অভাব। দেশে বীমা শিল্পে সম্ভাবনাগুলোর মধ্যে হল। দেশের স্বয়ংসম্পূর্ণ আর্থিক অবস্থা, বৈদেশিক বিনিয়োগ, ইন্স্যুরেন্স পলিসি উদ্ভাবন, নতুন পণ্য উদ্ভাবন ইত্যাদি। দেশে বীমার আওতা বাড়ানোর বিষয়ে তারা বিভিন্ন দিক তুলে ধরেন। ইনটিগ্রেটিভ সফ্টওয়ারের ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা অনেক দূরে যেতে পারব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএ এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।