অস্ট্রেলিয়ায় বাড়ি ও গাড়ি বীমার প্রিমিয়াম হার বাড়তে পারে

ইন্টারন্যাশনাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় এবার বাড়ি ও গাড়ি বীমার প্রিমিয়াম হার বাড়তে পারে। বীমা কোম্পানিগুলো গ্রাহকদের খরচ বৃদ্ধির অনুমোদন প্রত্যাশা করায় এমনটাই পূর্বাভাস দিয়েছেন বীমাখাত বিশ্লেষকরা। জেপি মর্গান ও কনসাল্ট্যান্ট টেইলর ফ্রাই’র এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বাড়ি ও গাড়ির মালিকদের গড়ে ৪ শতাংশ বেশি প্রিমিয়াম পরিশোধ করতে হতে পারে। সিডনি মর্নিং হেরাল্ড এসব তথ্য জানিয়েছে। আন্ডাররাইটার্স, ব্রোকার্স ও রিইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জরিপের ভিত্তিতে প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগের বছরে ৩ শতাংশের চেয়ে এবার গড়ে ৪ শতাংশ প্রিমিয়াম বাড়বে। বীমাখাতে এবছর মুনাফা অর্জনও বাড়বে। যদি এই ধরণের বৃদ্ধি ঘটে তাহলে বিশেষভাবে সুবিধা পাবে জিআইও, এএএমআই ও বিঙ্গল ব্র্যান্ডস এবং ইন্স্যুরেন্স অস্ট্রেলিয়া গ্রুপের মালিক প্রতিষ্ঠান সানকোর্প, যেটি এনআরএমএ, আরএসিভি ও সিজিইউ’র নামের অধীনে বীমা বিক্রি করে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর হোম ইন্স্যুরেন্সে দাবি উত্থাপনের সংখ্যা ১২ শতাংশ বেড়েছে। অন্যদিকে মোটর ইন্স্যুরেন্সে দাবির সংখ্যা বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর খরচ বেড়েছে ৫ শতাংশ। জেপি মর্গান’র বিশ্লেষক সিদ্ধার্থ পরমেশ্বর বলেছেন, কোম্পানিগুলোর উচ্চ বীমা দাবির খরচের প্রতিফলন হিসেবে মূলত প্রিমিয়াম বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, বীমাখাতে মুনাফার পরিমাণ বাড়ছে, তবে এই উন্নয়ন হচ্ছে খুবই ধীরগতিতে। বীমাখাতের এই পূর্বাভাসে জেনারেল ইন্স্যুরেন্স ব্যারোমিটার প্রতিবেদন অন্তর্ভূক্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে, কোম্পানিগুলো কমপালসারি থার্ড পার্টি (সিটিপি) বীমার প্রিমিয়াম বাড়ানোর প্রত্যাশা করছে। সিটিপি বীমায় চালকদের পক্ষে দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের কভারেজ দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বীমা দাবির পরিমাণ ব্যাপকহারে বেড়েছে, যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার।এ অবস্থায় কোম্পানিগুলো চলতি বছরে সিটিপি প্রিমিয়াম ১৩ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করছে।