তুরস্কে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৩০%

ইন্টারন্যাশনাল ডেস্ক: পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার দেশ তুরস্কে গেল বছরে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৩০ শতাংশের বেশি। যেখানে ২০১৫ সালে এই বৃদ্ধির পরিমাণ ছিল ১৯ শতাংশ। তুর্কিশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (টিআইএ) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। ২০১৬ দেশটির বীমাখাতে সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ৪০.৪৯ বিলিয়ন লিরা বা ১০.৬৮ বিলিয়ন মার্কিন ডলার।এরমধ্যে ৮৫ শতাংশ অর্থাৎ ৩৪.৪৬ বিলিয়ন তুর্কি লিরা প্রিমিয়াম এসেছে দেশটির নন-লাইফ বীমাখাত থেকে। আর লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ৫.৩৪ তুর্কি লিরা। তুর্কিশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের তথ্যে দেখা গেছে, গত বছরের বাস্তব পরিপ্রেক্ষিতে তুরস্কের বীমাখাতে অগ্রগতি হয়েছে প্রায় ২০ শতাংশ, যখন বার্ষিক মুদ্রাস্ফীতির হার ছিল প্রায় ৮.৫ শতাংশ। ইন্স্যুরেন্স গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচ্য বছরে তুরস্কের নন-লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২৭ শতাংশ। অন্যদিকে লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৪২ শতাংশ। ২০১৬ সালে সবচেয়ে বেশি প্রিমিয়াম আয় করেছে আলিয়াঞ্জ, যার সংগ্রহ ৫.৭৮ বিলিয়ন তুর্কি লিরা। এর পরের অবস্থানে রয়েছে আক্সা সিগোর্টা। কোম্পানিটির প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ৩.৫৬ বিলিয়ন তুর্কি লিরা।