বীমা কোম্পানির প্রশিক্ষণ কেন্দ্রও এজেন্ট প্রশিক্ষণ দিতে পারবে: কুদ্দুস খান

বীমা কোম্পানিগুলোর নিজস্ব প্রশিক্ষণ সেন্টারগুলোও এজেন্টদের ৭২ ঘন্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ দিতে পারবে। তবে এসব প্রশিক্ষণ সেন্টারকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র স্বীকৃতি নিতে হবে। ইন্স্যুরেন্স নিউজবিডির সঙ্গে আলাপকালে এ কথা জানান আইডিআরএ’র সদস্য মো. কুদ্দুস খান। তিনি বলেন, বীমা কোম্পানিগুলো চাইলে নিজস্ব প্রশিক্ষণ একাডেমিতে এ প্রশিক্ষণ দিতে আইডিআরএ’র কাছে স্বীকৃতি নেয়ার জন্য আবেদন করতে পারে। যাদের প্রশিক্ষণ সেন্টার নেই তারা একাডেমি প্রতিষ্ঠা করে স্বীকৃতি চাইতে পারে। যাচাই বাছাই করে এসব একাডেমি প্রশিক্ষণ দেয়ার উপযুক্ত মনে হলে অবশ্যই তাকে স্বীকৃতি দেবে আইডিআরএ। এ বিষয়ে কোম্পানিগুলোকে জানিয়ে দেয়া হয়েছে বলে জানান আইডিআরএ’র এ সদস্য। বীমা আইন ২০১০ এর ১৪৪ ধারা ও জাতীয় বীমা নীতি ২০১৪ এর আলোকে এজেন্টদের ৭২ ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করে গত বছর ৭ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ১ জানুয়ারি থেকে ৭২ ঘন্টার প্রশিক্ষণ ছাড়া এজেন্টদের কোনো লাইসেন্স দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়। ওই প্রজ্ঞাপনে আইডিআরএ’র স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়। তবে এতে বাংলাদেশ বীমা একাডেমি (বিআইএ) সম্পর্কে কিছু বলা হয়নি। পরবর্তীতে এ সময় বাড়িয়ে আরো একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বাধ্যতামূলক প্রশিক্ষণের শর্ত ১ মার্চ থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ বীমা একাডেমী (বিআইএ) থেকেও এজেন্টরা প্রশিক্ষণ নিতে পারবে বলে উল্লেখ করা হয়।  তবে এ প্রজ্ঞাপনেও এ প্রশিক্ষণ ৭২ ক্রেডিট আওয়ার না ৩ দিন তা সুস্পষ্ট করা হয়নি। তারিখ-১১ জানুয়ারি-২০১৫