চীনে কৃষি বীমায় ভর্তুকির নতুন নির্দেশনা

ইন্টারন্যাশনাল ডেস্ক: দেশের বিশাল কৃষিখাতে সহায়তা বাড়াতে এবং এই প্রকল্পের দক্ষতা উন্নয়নে কৃষি বীমা ভর্তুকির বণ্টন সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করেছে চীন সরকার। নতুন এই নির্দেশিকা উপযুক্ত কৃষি বীমা পদ্ধতি প্রণয়ন, কৃষি বীমার টেকসই ও যথাযথ উন্নয়ন এবং বহুমাত্রিক গ্রামীণ আর্থিক সেবা ব্যবস্থা গড়ে তুলতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থমন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ভর্তুকির অর্থ কিভাবে বণ্টন করা হবে এবং কোন ধরণের পণ্য বীমার আওতায় আনতে হবে সেসব বিষয় নতুন নির্দেশিকায় সুস্পষ্ট করা হয়েছে। প্রধান ফসলের জন্য বীমা ভর্তুকি ছাড়াও গবাদি পশু ও মাছ চাষের উৎপাদন বীমা জন্য ভর্তুকি দেয়া হবে। বর্তমানে বেইজিং সরাসরি খামারে ভর্তুকি দেয়া থেকে ক্রমান্বয়ে সরে আসছে এবং পণ্যের নিয়ন্ত্রণমুক্তের দিকে এগুচ্ছে। এর বিকল্প হিসেবে সরকার কৃষি বীমার উন্নয়ন শুরু করেছে। বর্তমানে দেশটি ১৫.৮ বিলিয়ন ইউয়ান বা ২.৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করছে কৃষি বীমার ভর্তুকিতে, যা ২০০৭ সালের চেয়ে ৭ গুণ বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষি বীমার বাজার হওয়া সত্ত্বেও চীনে মাত্র একটি বীমা কোম্পানি এই সেবা দেয় এবং সেটি সরকারি প্রতিষ্ঠান।দেশটিতে কৃষি বীমার জন্য কোন বেসরকারি কোম্পানি নেই। তবে গত এক দশক ধরে বড় ধরণের ঝুঁকি হ্রাসে কৃষি বীমার ব্যাপক উন্নয়ন করেছে চীন।