পুনর্বীমা প্রতিনিধিদের নিয়ন্ত্রণে প্রবিধান করছে পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক: রিইন্স্যুরেন্স ব্রোকারস বা পুনর্বীমা প্রতিনিধিদের নিয়ন্ত্রণ করতে প্রবিধান করতে যাচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তান (এসইসিপি) । এজন্য ২০০০ সালের বীমা অধ্যাদেশ সংশোধন করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমান বীমা আইন অনুসারে, শুধুমাত্র সরাসরি নিয়োজিত বীমা প্রতিনিধিরা এসইসিপি’র বিধানের আওতায় রয়েছে।অর্থাৎ পুনর্বীমা প্রতিনিধিরা এর আওতার বাইরে। এজন্য বীমা আইনের প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে রিইন্স্যুরেন্স ব্রোকারদের নিয়মের অধীন করা হচ্ছে। নতুন বিধান কার্যকর হলে, পুনর্বীমার সকল প্রতিনিধিকে অবশ্যই সরকারের কাছে নিবন্ধিত হতে হবে এবং সম্ভাব্য সব ধরণের স্বার্থের দ্বন্দ্ব দূর করতে হবে। এছাড়া এসইসিপি’র নিকট পর্যায়ক্রমিক বিবৃতি দাখিলের প্রয়োজন হবে। এই খসড়া বীমা বিলের লক্ষ্য হচ্ছে, স্থানীয় বীমা কোম্পানিগুলো নিবন্ধনে মানদণ্ড যেমন- পেইড আপ ক্যাপিটাল, স্ট্যাটুটরি ডিপোজিট, সলভেন্সি রিকয়ারমেন্টস এবং অন্যান্য বিষয় প্রণয়নের মাধ্যমে পাকিস্তানের বীমা বাজারের উন্নয়ন করা। এছাড়া পাকিস্তানে পুনর্বীমা ব্যবসা পরিচালনা করার জন্য বিদেশি কোম্পানি নিবন্ধনের প্রয়োজনীয় নির্দেশনা ওই খসড়ায় উল্লেখ আছে। প্রত্যেক বীমা কোম্পানি পুনর্বীমা চুক্তি বা যেকোন ধরণের চুক্তি করলে তা কার্যকর হওয়ার এক মাস আগেই এসইসিপি’কে জানাতে হবে। প্রস্তাবিত এই খসড়া বীমা বিলে আরো বলা হয়েছে, বর্তমানে বিদ্যমান সকল পুনর্বীমা চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সেগুলো বৈধ থাকবে। তবে পক্ষগুলোকে অবশ্যই প্রয়োজনীয় সকল শর্ত মেনে চলতে হবে। (সূত্র: আইবি)