নিজস্ব প্রতিবেদক: নতুন মুদ্রানীতিতে পুঁজিবাজারের উত্থান নিয়ে সতর্কবাণী করা হয়েছে। আর এর পরই বড় ধরনের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। যার ব্যাপক প্রভাব পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতে। আজ বীমা খাতের ৯৬ শতাংশ কোম্পানির শেয়ার দর হয়েছে। যা রীতিমতো রেকর্ড সৃষ্টি হয়েছে। অর্থাৎ এর আগে ৯৬ শতাংশ দর পতন হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সপ্তাহের প্রথম দিন আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১৮ পয়েন্ট। যা সাম্প্রতিক সময়ের বড় পতন। লেনদেন কমার পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দামও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪১৯ পয়েন্ট। এ বাজারেও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন কমেছে। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে আজ সব কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দিনের লেনদেন শেষে দেখা যায়, ৪৭টি কোম্পানির মধ্যে ৪৪টি কোম্পানির শেয়ার দর কমেছে। অর্থাৎ ৯৬ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এর আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও তলানিতে পড়েছিল বীমাখাতের শেয়ার দর। সেদিন ৪৭টি কোম্পানির মধ্যে ৪১টিই দর কমেছিল। অর্থাৎ শতকরা ৮৭% কোম্পানির শেয়ার দর কমেছিল। আজ সেখান থেকে আরো তলানিতে চলে গেলো বীমাখাত। অন্যদিকে আজ শেয়ার দর বেড়েছে মাত্র ২টি কোম্পানির। আর তালিকাভুক্ত বাকি একটি কোম্পানির শেয়ার দর লেনদেনে কোনো পরিবর্তন হয়নি।
আজ রবিবার ৪৪টি কোম্পানির শেয়ার দর কমেছে। সেগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিজিআইসি ইন্স্যুরেন্স, বিএনআইসিএল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মাকেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।
যে ২টি কোম্পানির শেয়ার দর কমেছে সেগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।
আজ মাত্র একটিকোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি। সেটি হলো- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।