চীনে প্রিমিয়াম আয় বেড়েছে ৩০%, কোম্পানি পরিচালন প্রক্রিয়ায় গুরুত্বারোপ
ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের বীমাখাতে প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। আগের বছরে এই বৃদ্ধির পরিমাণ ছিল ২০ শতাংশ। ২০১৬ সালে বীমা কোম্পানিগুলো সর্বমোট ৩.১ ট্রিলিয়ন ইউয়ান বা ৪৪৯.৪ বিলিয়ন মার্কিন ডলার প্রিমিয়াম সংগ্রহ করেছে। আগের বছরে এই সংগ্রহ ছিল ২.৪ ট্রিলিয়ন ইউয়ান। চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন (সিআইআরসি) এ তথ্য জানিয়েছে।
চীনের বীমাখাতে ক্রমবর্ধমান কঠোর নিয়ম-নীতির মধ্যেই কোম্পানিগুলোতে এই অগ্রগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সিআইআরসি’র চেয়ারম্যান জিয়াং জানবো। তিনি বলেন, কোম্পানি পরিচালন প্রক্রিয়া, বীমা পণ্য ও তহবিল বিনিয়োগের মতো প্রধান খাতগুলোর ঝুঁকি নিরোধে গুরুত্ব দেয়ার পরিকল্পনা রয়েছে নিয়ন্ত্রক সংস্থার।
বিনিয়োগকারিদের মধ্যে যাদের খারাপ অভিপ্রায় ও উদ্দেশ্য রয়েছে তাদের ওপর কঠোরতা বাড়াতে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন । গত বছরের ডিসেম্বরে এই ঘোষণা দিয়েছে দেশটির বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা।
কোম্পানিতে ব্যক্তিগত মালিকানা ৫১ শতাংশ থেকে ৩৩ শতাংশে সীমিত করাসহ কয়েকটি অতিরিক্ত বিধিমালার প্রস্তাব করেছে নিয়ন্ত্রক সংস্থা সিআইআরসি। প্রত্যাশা করা হচ্ছে, বীমা একক তহবিল ব্যবহার করে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অর্থায়নে চায়না এভারগ্রানড গ্রুপ ও বাওনেং গ্রুপের জড়িত থাকার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ হবে।