গেইনারের শীর্ষ দশে বীমার ৮ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনারের শীর্ষ দশটি কোম্পানির মধ্যে বীমাখাতের আটটি কোম্পানি উঠে এসেছে। আজ লেনদেন শেষে ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে গেইনার তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া শীর্ষ দশ কোম্পানির মধ্যে বীমাখাতের বাকি কোম্পানিগুলো হলো- ফেডারেল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স।
আজ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির শেয়ারটির দর ৫ টাকা ৮০ পয়সা বেড়েছে। শেয়ারটি আজ সর্বশেষ ৮৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৮০ বারে ৫ লাখ ৮হাজার ২৫২টি শেয়ার লেনদেন করে।