ইন্টারন্যাশনাল ডেস্ক: জাতীয় স্বাস্থ্য বীমার গ্রাহকদের প্রদেয় প্রিমিয়ামের পরিমাণ কমিয়ে অর্ধেকে আনতে যাচ্ছে কোরিয়া। এ লক্ষ্যে স্বাস্থ্য বীমা কর্মসূচিতে সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার। নিম্ন আয়ের নাগরিকদের প্রিমিয়ামের বোঝা লাঘব করতে দেশটির সরকার এ ধরণের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।
কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় এরইমধ্যে জাতীয় স্বাস্থ্য বীমা পদ্ধতিতে একটি সংশোধনী জারি করেছে। যা সংসদীয় অনুমোদন সাপেক্ষে মোট ৯ বছরে ৩টি ধাপে বাস্তবায়ন করা হবে। সংশোধনী কার্যকর হলে সরকার পরিচালিত এই স্বাস্থ্য বীমার প্রায় ৮০ শতাংশ সাবস্ক্রাইবার বা ৬৬ লাখ পরিবারকে বর্তমান হারের চেয়ে অর্ধেক প্রিমিয়াম প্রদান করতে হবে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সংশোধিত বিধিতে বলা হয়েছে যে, যেসব পরিবারের বার্ষিক আয় ১০ মিলিয়ন ওন বা ৮ হাজার ৫৬০ মার্কিন ডলারের কম তাদেরকে প্রথম দফায় মাসে ১৩ হাজার ১০০ ওন পরিশোধ করতে হবে। যাহোক, ৪ লাখ ৭০ হাজার পরিবার স্বাস্থ্য বীমা সেবা পেতে নিবন্ধন করেছে।