আইএলও’র নতুন বিধিতে নাবিকদের বীমা বাধ্যতামূলক

ইন্টারন্যাশনাল ডেস্ক: আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র নতুন বিধিতে জাহাজ চালনায় নিয়োজিত নাবিকদের জন্য বীমা বাধ্যতামূলক করেছে। জাহাজ মালিকদের এই বীমা গ্রহণ করতে হবে। এই বীমার আওতায় মৃত্যু অথবা দীর্ঘমেয়াদি অক্ষমতা এবং অ্যাব্যানডনমেন্ট’র ঝুঁকি গ্রহণ করা হবে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)’র সেক্রেটারি জেনারেল কিট্যাক লিম এক বিবৃতিতে বলেন, এই বাধ্যতামূলক বীমা নাবিকদের কর্মপরিবেশ উন্নয়ন ঘটাবে।তিনি আরো বলেন আইএমও এবং আইএলও’র মধ্যে সফল সহযোগিতার ফলাফল হচ্ছে এই নতুন বিধি। যা নাবিকদের নিরাপত্তা ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করবে। আইএলও’র পৃষ্ঠপোষকতায় মেরিটাইম লেবার কনভেনশন-২০০৬ সংশোধন করা হয়। আইএমও’র লিগ্যাল কমিটি এবং আইএলও’র গভর্নিং বডির যৌথ দিকনির্দেশনার ভিত্তিতে ২০১৪ সালে এই সংশোধন করা হয়। যা ১৭ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। আইএমও’র ওয়েবসাইটে পটভূমি তথ্যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক সংস্থা আইএলও’র এই নতুন বিধি অনুসারে, জাহাজ মালিকদের বীমা প্রদানকারি প্রতিষ্ঠান আর্থিক নিরাপত্তার সনদ ও অন্যান্য দলিল প্রমাণাদি প্রদান করবে। সনদটি অবশ্যই জাহাজে বহন করতে হবে। নাবিকরা নয়, বরং জাহাজের মালিক এই বীমা পলিসি ক্রয় করবেন। উল্লেখ্য, বিভিন্ন কারণে অ্যাব্যানডনমেন্ট’র অবস্থা সৃষ্টি হতে পারে, যেমন- জাহাজ মালিকেরে দেউলিয়া অবস্থা, দেউলিয়াত্ব বা ঋণদাতাদের দ্বারা জাহাজ আটক। অনেক ক্ষেত্রে জাহাজ সমুদ্রযাত্রার পক্ষে অনুপযোগী বিবেচিত এবং বন্দর রাষ্ট্র নিয়ন্ত্রণ পরিদর্শকদের দ্বারা আটকে রাখার কারণে অ্যাব্যানডনমেন্ট হয়।