প্রিমিয়াম সংগ্রহ কমেছে ১৩ লাইফ বীমা কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: বিদায় বছরে দেশের সরকারি-বেসরকারি ৩২টি লাইফ বীমা কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির প্রিমিয়াম সংগ্রহ কমেছে। এরমধ্যে নতুন প্রিমিয়াম সংগ্রহ কমেছে ৮টি কোম্পানির। কমে যাওয়ার হার প্রায় ১৪ শতাংশ। নবায়ন প্রিমিয়াম সংগ্রহ কমেছে ১০টি কোম্পানির, যার পরিমাণ ২২ শতাংশের বেশি। আর ১২টি কোম্পানির মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে প্রায় ১৪ শতাংশ। এরমধ্যে ৫টি কোম্পানির সকল দিক দিয়েই ব্যবসা কমেছে। অর্থাৎ কোম্পানিগুলোর ১ম বর্ষ, নবায়ন ও মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে দাখিল করা কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন এবং ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত লাইফ বীমা কোম্পানির প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।তবে নতুন ব্যবসা শুরু করায় এলআইসি অব বাংলাদেশ’র তুলনামূলক চিত্র তুলে ধরা সম্ভব হয়নি। ২০১৬ সালে কোম্পানিটি ১৪ লাখ টাকা ১ম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করেছে।

প্রতিবেদন অনুসারে, ডায়মন্ড লাইফ, গোল্ডেন লাইফ, মেঘনা লাইফ, এনআরবি গ্লোবাল লাইফ, প্রগ্রেসিফ লাইফ, সন্ধানী লাইফ, সানলাইফ ও জেনিথ ইসলামী লাইফ ২০১৬ সালে সর্বমোট ২৮৫ কোটি ৭ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। এর আগে ২০১৫ সালে কোম্পানিগুলোর এই সংগ্রহ ছিল ৩২৪ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য বছরে ৩৯ কোটি ৯০ লাখ টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ কমেছে, যা প্রায় ১৪ শতাংশ।

এরমধ্যে ডায়মন্ড লাইফ ২০১৬ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ৪ কোটি ৭০ লাখ টাকা। আগের বছরে যা ছিল ৮ কোটি ৬৬ লাখ টাকা। কমেছে ৩ কোটি ৯৬ লাখ টাকা। গোল্ডেন লাইফ সংগ্রহ করেছে ১৩ কোটি। যা আগে ছিল ১৫ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ ২ কোটি ১৮ লাখ টাকা কমেছে। মেঘনা লাইফ সংগ্রহ করেছে ১০৯ কোটি টাকা, যা আগে ছিল ১১৯ কোটি ১০ লাখ টাকা। কমেছে ১০ কোটি ১০ লাখ টাকা। এনআরবি গ্লোবাল লাইফের সংগ্রহ ৩ কোটি ৩৭ লাখ টাকা, আগের বছরে যা ছিল ৪ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ ১ কোটি ৫১ লাখ টাকা কমেছে।

আলোচ্য বছরে প্রগ্রেসিফ লাইফ নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ২০ কোটি টাকা, যা আগে ছিল ২২ কোটি ১৮ লাখ টাকা। সে হিসাবে কমেছে ২ কোটি ১৮ লাখ টাকা। সন্ধানী লাইফ সংগ্রহ করেছে ৬১ কোটি টাকা, আগের বছরের এর পরিমাণ ছিল ৬৮ কোটি ৮ লাখ টাকা। কমেছে ৭ কোটি ৮ লাখ টাকা। সানলাইফ সংগ্রহ করেছে ৬০ কোটি টাকা, যা আগে ছিল ৬৮ কোটি ৪২ লাখ টাকা, কমেছে ৮ কোটি ৪২ লাখ টাকা। আর জেনিথ ইসলামী লাইফের সংগ্রহ ১৪ কোটি টাকা। যা আগে ছিল ১৮ কোটি টাকা। অর্থাৎ ৪ কোটি টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ কমেছে।

অন্যদিকে জীবন বীমা করপোরেশন, বায়রা লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, মেঘনা লাইফ, পদ্মা ইসলামী লাইফ, পপুলার লাইফ, প্রগ্রেসিফ লাইফ, সন্ধানী লাইফ ও সানলাইফের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ কমেছে। আলোচ্য বছরে এই ১০টি কোম্পানির নবায়ন সংগ্রহের পরিমাণ ১ হাজার ৩৭৫ কোটি টাকা। ২০১৫ সালে এই সংগ্রহের পরিমাণ ছিল ১ হাজার ৬৮১ কোটি ১৯ লাখ টাকা। অর্থাৎ ৩০৬ কোটি ১৯ লাখ টাকা নবায়ন সংগ্রহ কমেছে। যার পরিমাণ ২২ শতাংশের বেশি।

২০১৬ সালে জীবন বীমা করপোরেশনে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ছিল ২৮৫ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৩০৮ কোটি ৩১ লাখ টাকা। সে হিসাবে প্রতিষ্ঠানটিতে নবায়ন সংগ্রহ কমেছে ২৩ কোটি ৩১ লাখ টাকা। বায়রা লাইফের নবায়ন সংগ্রহ ৯ কোটি টাকা, আগের বছরে ছিল ১৪ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ ৫ কোটি ২ লাখ টাকা নবায়ন সংগ্রহ কমেছে। গোল্ডেন লাইফে নবায়ন সংগ্রহের পরিমাণ ২০ কোটি টাকা, যা আগে ছিল ৩৮ কোটি ৬৪ লাখ টাকা। কমেছে ১৮ কোটি ৬৪ লাখ টাকা। হোমল্যান্ড লাইফে নবায়ন সংগ্রহের পরিমাণ ৭৮ কোটি টাকা, আগের বছরে যা ছিল ১০৫ কোটি ১৩ লাখ টাকা, কমেছে ২৭ কোটি ১৩ লাখ টাকা।

আলোচ্য বছরে মেঘনা লাইফে নবায়ন সংগ্রহের পরিমাণ ৩১৫ কোটি টাকা, আগের বছরে যা ছিল ৩২৩ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ ৮ কোটি ৫৬ লাখ টাকা নবায়ন সংগ্রহ কমেছে। পদ্মা ইসলামী লাইফে এই সংগ্রহের পরিমাণ ৮০ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৮৯ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে কমেছে ৯ কোটি ৪ লাখ টাকা। পপুলার লাইফে নবায়ন সংগ্রহ ৩৫০ কোটি টাকা, আগের বছরে ছিল ৫০০ কোটি ৭০ লাখ টাকা, কমেছে ১৫০ কোটি ৭০ লাখ টাকা। প্রগ্রেসিফ লাইফের সংগ্রহ ৫৩ কোটি টাকা, আগের বছরে ৬৩ কোটি ৩ লাখ টাকা, সন্ধানী লাইফের সংগ্রহ ১২০ কোটি টাকা, আগের বছরে যা ১৪৬ কোটি ৬ লাখ টাকা, কমেছে ২৬ কোটি ৬ লাখ টাকা। সানলাইফের সংগ্রহ ৬৫ কোটি টাকা, আগের বছরে যা ৯২ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ আলোচ্য বছরে কোম্পানিটির নবায়ন সংগ্রহ কমেছে ২৭ কোটি ৭০ লাখ টাকা।

তথ্যানুসারে, ২০১৬ সালে ১২ লাইফ বীমা কোম্পানির মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে। কোম্পানিগুলো হলো- বায়রা লাইফ, ডায়মন্ড লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, মেঘনা লাইফ, এনআরবি গ্লোবাল লাইফ, পদ্মা ইসলামী লাইফ, পপুলার লাইফ, প্রগ্রেসিফ লাইফ, সন্ধানী লাইফ, সানলাইফ ও জেনিথ ইসলামী লাইফ। আলোচ্য বছরে কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ১ হাজার ৭৩০ কোটি টাকা। ২০১৫ সালে এর পরিমাণ ছিল ১ হাজার ৯৬৪ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ আলোচ্য বছরে কোম্পানিগুলো ২৩৪ কোটি ১৫ লাখ টাকা কম ব্যবসা সংগ্রহ করেছে। যার পরিমাণ প্রায় ১৪ শতাংশ।

আলোচ্য বছরে বায়রা লাইফ সর্বমোট ১৮ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। আগের বছরে যা ২১ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির ব্যবসা কমেছে ৩ কোটি ৫৩ লাখ টাকা। ডায়মন্ড লাইফের ব্যবসা সংগ্রহের পরিমাণ ৬ কোটি টাকা, আগের বছরে ছিল ৯ কোটি ৩৯ লাখ টাকা। কমেছে ৩ কোটি ৩৯ লাখ টাকা। গোল্ডেন লাইফের সংগ্রহ ৩৩ কোটি টাকা, আগের বছরে ছিল ৫৪ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে ২১ কোটি ২২ লাখ টাকা। হোমল্যান্ড লাইফে মোট প্রিমিয়াম সংগ্রহ ১১৭ কোটি টাকা। আগের বছরে যা ছিল ১৩৮ কোটি ৬৫ লাখ টাকা। ব্যবসা কমেছে ২১ কোটি ৬৫ লাখ টাকা।

মেঘনা লাইফের সংগ্রহ ৪২৪ কোটি টাকা, আগের বছরে ৪৪২ কোটি ৬৬ লাখ টাকা। প্রিমিয়াম সংগ্রহ কমেছে ১৮ কোটি ৬৬ লাখ টাকা। এনআরবি গ্লোবাল লাইফের সংগ্রহ ৪ কোটি টাকা, আগে বছরে যা ৫ কোটি ৫০ লাখ টাকা। কমেছে ১ কোটি ৫০ লাখ টাকা। পদ্মা ইসলামী লাইফের সংগ্রহ ১৩৩ কোটি টাকা, আগের বছরে ছিল ১৪১ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির ব্যবসা কমেছে ৮ কোটি ৫৪ লাখ টাকা। পপুলার লাইফের সংগ্রহ ৬০০ কোটি টাকা, আগে বছরে যা ৬৭০ কোটি ৬৮ লাখ টাকা। ব্যবসা কমেছে ৭০ কোটি ৬৮ লাখ টাকা। প্রগ্রেসিফ লাইফের সংগ্রহ ৭৩ কোটি টাকা, আগের বছরে যা ৮৫ কোটি ২১ লাখ টাকা। কমেছে ১২ কোটি ২১ লাখ টাকা।

আলোচ্য বছরে সন্ধানী লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ ১৮১ কোটি টাকা, আগের বছরে যা ২১৪ কোটি ১৪ লাখ টাকা ছি। সে হিসাবে কোম্পানিটির ব্যবসা কমেছে ৩৩ কোটি ১৪ লাখ টাকা। সানলাইফে মোট প্রিমিয়অম সংগ্রহ ১২৫ কোটি টাকা, আগের বছরে এই সংগ্রহ ১৬১ কোটি ১২ লাখ টাকা ছিল। কোম্পানিটির প্রিমিয়াম সংগ্রহ কমেছে ৩৬ কোটি ১২ লাখ টাকা। জেনিথ ইসলামী লাইফে মোট প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ১৬ কোটি টাকা, যা আগের বছরে ১৯ কোটি ৫১ লাখ টাকা ছিল। অর্থাৎ আলোচ্য বছরে কোম্পানিটি ৩ কোটি ৫১ লাখ টাকা কম ব্যবসা করেছে ।

অন্যদিকে গোল্ডেন লাইফ, মেঘনা লাইফ, প্রগ্রেসিফ লাইফ, সন্ধানী লাইফ ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সার্বিক প্রিমিয়াম সংগ্রহ কমেছে ১২১ কোটি ৩৫ লাখ টাকা। যার পরিমাণ প্রায় ১৫ শতাংশ। বছরটিতে কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৮৩৬ কোটি টাকা। আগের বছরে যা ছিল ৯৫৭ কোটি ৩৫ লাখ টাকা। ২০১৬ সালে কোম্পানিগুলোর ১ম বর্ষ প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ২৬৩ কোটি টাকা। আর নবায়ন প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ৫৭৩ কোটি টাকা।

এরমধ্যে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স আলোচ্য বছরে নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ১৩ কোটি টাকা, নবায়ন ২০ কোটি টাকা, সব মিলিয়ে ৩৩ কোটি টাকা।তবে আগের বছরে কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ১৫ কোটি ৫৮ লাখ টাকা, নবায়ন ৩৮ কোটি ৬৪ লাখ টাকা, সর্বমোট ৫৪ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটিতে নতুন প্রিমিয়াম সংগ্রহ কমেছে ২ কোটি ৫৮ লাখ টাকা, নবায়ন কমেছে ৮ কোটি ৬৪ লাখ টাকা এবং ২১ কোটি ২২ লাখ টাকা মোট ব্যবসা কমেছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২০১৬ সালে ১ম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করেছে ১০৯ কোটি টাকা, নবায়ন ৩১৫ কোটি টাকা ও মোট প্রিমিয়াম ৪২৪ কোটি টাকা। আগের বছরে এর পরিমাণ ছিল নতুন প্রিমিয়াম ১১৯ কোটি ১০ লাখ টাকা, নবায়ন ৩২৩ কোটি ৫৬ লাখ টাকা ও মোট প্রিমিয়াম ৪৪২ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ আলোচ্য বছরে কোম্পানিটির নতুন প্রিমিয়াম ১০ কোটি ১০ লাখ টাকা, নবায়ন ৮ কোটি ৫৬ লাখ টাকা ও ১৮ কোটি ৬৬ লাখ টাকা মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে।

২০১৬ সালে প্রগ্রেসিফ লাইফ নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ২০ কোটি টাকা, নবায়ন ৫৩ কোটি টাকা ও মোট প্রিমিয়াম ৭৩ কোটি টাকা। আগের বছরে কোম্পানিটি ২২ কোটি ১৮ লাখ টাকা নতুন প্রিমিয়াম, ৬৩ কোটি ৩ লাখ টাকা নবায়ন ও ৮৫ কোটি ২১ লাখ টাকা মোট প্রিমিয়াম সংগ্রহ করেছে। সে হিসাবে আলোচ্য বছরে কোম্পানিটির ২ কোটি ১৮ লাখ টাকা নতুন প্রিমিয়াম, ১০ কোটি ৩ লাখ টাকা নবায়ন ও ১২ কোটি ২১ লাখ টাকা মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে।

আলোচ্য বছরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৬১ কোটি টাকা নতুন প্রিমিয়াম, ১২০ কোটি টাকা নবায়ন প্রিমিয়াম ও সর্বমোট ১৮১ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০১৫ সালে এর পরিমাণ ছিল নতুন প্রিমিয়াম ৬৮ কোটি ৮ লাখ টাকা, ১৪৬ কোটি ৬ লাখ নবায়ন ও ২১৪ কোটি ১৪ লাখ টাকা মোট প্রিমিয়াম। অর্থাৎ বছরটিতে সন্ধানী লাইফে নতুন প্রিমিয়াম ৭ কোটি ৮ লাখ টাকা, নবায়ন ২৬ কোটি ৬ লাখ টাকা ও মোটের ওপর ৩৩ কোটি ১৪ লাখ টাকা কম ব্যবসা হয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আলোচ্য বছরে ৬০ কোটি টাকা নতুন প্রিমিয়াম, ৬৫ কোটি নবায়ন প্রিমিয়াম ও ১২৫ কোটি টাকা মোট ব্যবসা সংগ্রহ করেছে। তবে আগের বছরে কোম্পানিটি নতুন প্রিমিয়াম সংগ্রহ করে ৬৮ কোটি ৪২ লাখ টাকা, নবায়ন ৯২ কোটি ৭০ লাখ ও মোট প্রিমিয়াম ১৬১ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে ২০১৬ সালে সানলাইফে ৮ কোটি ৪২ লাখ টাকা নতুন, ২৭ কোটি ৭০ লাখ টাকা নবায়ন ও ৩৬ কোটি ১২ লাখ টাকা মোট প্রিমিয়াম সংগ্রহ কমেছে।